২০২৪ সালটি কাটল রক্তক্ষয়ী যুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত অগ্রগতি, আর্থিক সংকট, এবং রাজনৈতিক পরিস্থিতির প্রতি মুহূর্তে বদলানো রঙের মধ্যে। বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশের ক্ষমতার মসনদে পালাবদলের মাঝে ঘটে গেছে একাধিক আলোচিত ঘটনা, যা মানুষের মনে নানা প্রশ্ন এবং আলোচনা সৃষ্টি করেছে। কিছু ঘটনা মানুষের চিন্তাভাবনাকে পরিবর্তনও করেছে। এবার চলুন, বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের আলোকচিত্রীদের তোলা ২০২৪ সালের সেরা ছবিগুলোর মাধ্যমে এই বছরটিকে এক নজরে দেখে নেয়া যাক।
ইউরোপের দেশ আইসল্যান্ডের রিকজেন্স উপদ্বীপের গ্রিন্ডাভিকের কাছের একটি সড়কে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা | ছবি: অ্যান্টন ব্রিঙ্ক/ইপিএ
ফরাসি পলিনেশিয়ান দ্বীপ তেহুপোতে প্যারিস অলিম্পিক-২০২৪ এর সার্ফিং ইভেন্টে ব্রাজিলের গ্যাব্রিয়েল মেদিনার উদযাপন | ছবি: জেরোম ব্রুইলেট/এএফপি
ফ্রান্স এবং প্যারিসে খেলাধুলার সব ইভেন্ট ঘিরে জমকালো আয়োজনে সাজিয়ে তোলা হয় বিখ্যাত ঐতিহাসিক স্থাপনা আইফেল টাওয়ারও | ছবি: ক্রিশ্চিয়ান হার্টম্যান/রয়টার্স
আর্টিস্টিক জিমন্যাস্টিকস নারী দলের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সুনিসা লি | ছবি: আয়তাক ইউনাল/গেটি ইমেজেস
হুইলচেয়ার ফেন্সিংয়ে পুরুষদের ইপি ক্যাটাগরিতে চীনের গ্যাং সান এবং ব্রিটেনের পিয়ার্স গিলিভার মুখোমুখি হন | ছবি: গঞ্জালো ফুয়েনটেস/রয়টার্স
ছবি: চিপ সোমোদেভিলা/গেটি ইমেজেস
মানুষ সূর্যগ্রহণের মতো প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার সময়ও পেয়েছে…
ছবি: জোশ ডুরি
দেখা যায় উল্কাবৃষ্টি ও আগ্নেয়গিরিও…
ছবি: ফ্যাব্রিজিও ভিলা/গেটি ইমেজেস
বিশ্বের কিছু মানুষের জন্য ২০২৪ সাল ছিল সংঘাতের বছর। এই সংঘাতের মাঝে পড়ে যান বেসামরিক নাগরিকরাও
হামাস এবং ইসরায়েলের যুদ্ধের কারণে গাজা উপত্যকার প্রায় ২০ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধ এখনও চলছে… | ছবি: হাতেম খালেদ/রয়টার্স
গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলার পর জাতিসংঘের ত্রাণ সহায়তা কেন্দ্রে সাহায্যের আশায় অপেক্ষা করছেন এক ফিলিস্তিনি নারী | ছবি: মোহাম্মদ সালেম/রয়টার্স
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে হামাসের সদস্যরা দুই শতাধিক মানুষকে ধরে নিয়ে জিম্মি করে রাখে গাজায়। ইসরায়েলি এক জিম্মির মুক্তির দাবিতে তার পোস্টার হাতে ধরে আছেন এক স্বজন | ছবি: রনেন জুলুন/রয়টার্স
সুদানে সংঘাতে ১ কোটিরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। প্রতিবেশী চাদে উদ্বাস্তু হিসাবে পাড়ি জমানো সুদানিজদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি | ছবি: ড্যান কিটউড/গেটি ইমেজেস
ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার হামলার পর লাভিভে বিদ্যুৎ বিভ্রাটের সময় দোকানে বসে আছেন এক নারী | ছবি: ইউরি ডায়াচিশিন/এএফপি
২০২৪ সালকে গণতন্ত্রের জন্য বিশাল অর্জনের এক বছর বলা যায়। বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষ ৮০টিরও বেশি দেশে তাদের নতুন নেতা বেছে নিয়েছেন।
দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ-সংখ্যালঘু শাসনের বিরুদ্ধে সংগ্রামের নেতৃত্ব দিয়েছিল এএনসি পার্টি। তিন দশক ধরে দেশ শাসন করে আসা এই দলটি চলতি বছর সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে | ছবি: ইহসান হাফেজি/রয়টার্স
যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস শিকাগোতে এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট জো বাইডেনকে জড়িয়ে ধরে আলিঙ্গন করেন | ব্রেন্ডন ম্যাকডার্মিড/রয়টার্স
রিপাবলিকান দলীয় এক অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তার নির্বাচনী বিজয় তাকে দেশ শাসন করার জন্য ‘‘নজিরবিহীন ও শক্তিশালী’’ ম্যান্ডেট দিয়েছে | ছবি: চিপ সোমোডেভিলা/গেটি ইমেজেস
বিশ্বের বিভিন্ন দেশের ক্ষমতায় থাকা ব্যক্তিদের ভিত নাড়িয়ে দিয়েছে বিক্ষোভ, অস্থিতিশীলতা আর ক্ষোভ। সামাজিক মূল্যবোধকেও প্রশ্নের মুখোমুখি করেছেন তারা।
সামরিক আইন জারির ব্যর্থ প্রচেষ্টার পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট অভিশংসন প্রক্রিয়ার মুখোমুখি হন | ছবি: কিম হং-জি/রয়টার্স
১৩ বছরের গৃহযুদ্ধের পর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করেছে দেশটির বিদ্রোহীরা | ছবি: ওমর হাজ কাদুর/এএফপি
ছবি: জোনাথন ড্রেক/রয়টার্স
উত্তর ক্যারোলিনায় গ্রীষ্মমণ্ডলীয় ঝড় এবং স্পেনে নজিরবিহীন বন্যা-সহ প্রাণবিনাশী বৈরী আবহাওয়া বিশ্বজুড়ে বিপর্যয় সৃষ্টি করেছে।
ছবি: সিফিওয়ে সিবেকো/রয়টার্স
দক্ষিণ আফ্রিকা ও গ্রিসের বিশাল এলাকা ধ্বংস করেছে দাবানল।
ছবি: নিক প্যালিওলোগোস/ব্লুমবার্গ
বছরজুড়ে অন্যান্য দুর্যোগও গণমাধ্যমের শিরোনাম হয়েছে।
ইন্দোনেশিয়ার আচেহ উপকূলে কাঠের তৈরি উল্টে যাওয়া নৌকায় কয়েক দিন ধরে ভাসতে দেখা যায় ৬৯ রোহিঙ্গাকে। এই নৌকা থেকে আরও অন্তত ৮০ জন ভেসে গেছেন বলে ধারণা করা হয় | ছবি: রেজা সাইফুল্লাহ/এপি
উত্তর ভারতে ধর্মীয় এক সমাবেশে পদদলনে ১২১ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে | ছবি: রিতেশ শুক্লা/গেটি ইমেজেস
ছবি: কিম কিয়ং-হুন/রয়টার্স
কৃত্রিম বুদ্ধিমত্তা দৈনন্দিন জীবনের নানা ক্ষেত্রে যুক্ত হতে শুরু করার ফলে বিজ্ঞান মানবতাকে ভবিষ্যতের আরেক ধাপ কাছাকাছি নিয়ে গেছে। রোবটের এই ছবিতে মুখ ঢাকতে ব্যবহার করা হয়েছে মানুষের ত্বকের টিস্যু। যা রোবটকে আরও বেশি প্রাণবন্ত করে তুলেছে।
Leave a Reply