গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরইমধ্যে সম্প্রতি ইন্টারনেটে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, ‘দেশটাকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে সম্মানে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসুন। শেখ হাসিনার হাতে দেশ নিরাপদ’ শীর্ষক মন্তব্য করেছেন বলিউড তারকা সালমান খান। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান (ফ্যাক্ট চেক) রিউমর স্ক্যানার। তাদের অনুসন্ধানে জান যায়, ভিডিওটি ভুয়া।
রিউমর স্ক্যানার জানায়, বলিউড তারকা সালমান খান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে এমন কোনো মন্তব্য করেননি বরং ২০১৯ সালে বাংলাদেশ প্রিমিয়ার লীগ- বিপিএল’র উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে দেয়া সালমান খানের ভিন্ন প্রেক্ষাপটের পুরোনো মন্তব্যের ভিডিও উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। অনুসন্ধানে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে ভিডিওতে বলিউড তারকা সালমান খান কর্তৃক শেখ হাসিনাকে নিয়ে আলোচিত মন্তব্যটি করতে দেখা যায়নি। ভিডিওতে তাকে হিন্দি ভাষায় বলতে শোনা যায়, “আমরা সত্যিই শেখ হাসিনাকে ভালোবাসি। কেবল নামেই হাসিনা নন, তিনি সব দিক থেকেই হাসিনা (সুন্দর)।”
ভিডিওটির সংবাদপাঠ অংশে দাবি করা হয়, সালমান খান বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকেই মানায়। শেখ হাসিনার কাছেই বাংলাদেশ নিরাপদ। বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি আমরা এরকম বাংলাদেশ দেখতে চাইনা। আমি অনেকবার বাংলাদেশে গিয়েছি। মনেকরি, বাংলাদেশ শেখ হাসিনার কাছেই নিরাপদ। বাংলাদেশের জনগনের উচিত শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে ক্ষমতার আসনে বসানো।
বিষয়টি যাচাইয়ে গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে শেখ হাসিনার পতন পরবর্তী সময়ে তাকে নিয়ে সালমান খানের এমন কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ২৪ এর ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ০৯ ডিসেম্বর ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সালমান যা বললেন’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটির একটি অংশের সঙ্গে আলোচিত ভিডিওটির মিল পাওয়া যায়।
জানা যায়, ভিডিওটি ২০১৯ সালে বাংলাদেশ প্রিমিয়ার লীগ- বিপিএল’র উদ্বোধনী অনুষ্ঠানের। সেসময় উক্ত অনুষ্ঠানে সালমান খানের সঙ্গে বলিউড তারকা ক্যাটরিনা কাইফও উপস্থিত ছিলেন। উক্ত ভিডিওতে সে সময় সালমান খান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বলেন, ‘আমরা সত্যিই শেখ হাসিনাকে ভালোবাসি। তিনি তিন-তিনবারের প্রধানমন্ত্রী। কেবল নামেই হাসিনা নন, তিনি সব দিক থেকেই হাসিনা (সুন্দর)। তার হৃদয় হাসিনা, ব্যবহার হাসিনা, তিনি দেখতে হাসিনা। তার সুন্দর হাসি, সুন্দর চোখ, এমনকি কণ্ঠও অসাধারণ।’
এছাড়াও, গণমাধ্যমটির ইউটিউব চ্যানেলে সে বছরের ১০ ডিসেম্বর ‘বাংলাদেশে সালমান খান বাংলায় যা বললেন’ শীর্ষক শিরোনামে প্রকাশিত উক্ত ভিডিওটির একটি দীর্ঘ সংস্করণ খুঁজে পাওয়া যায়। সেখানেও শেখ হাসিনাকে নিয়ে সালমান খানকে আলোচিত দাবিতে প্রচারিত মন্তব্যটি করতে দেখা যায়নি। এছাড়াও, বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের ইউটিউব চ্যানেলেও সে বছরের ৯ ডিসেম্বর ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসায় পঞ্চমুখ বলিউড সুপারস্টার সালমান’ শীর্ষক শিরোনামে প্রকাশিত উক্ত অনুষ্ঠানের ভিডিও খুঁজে পাওয়া যায়।
অর্থাৎ, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি ৫ আগস্টে শেখ হাসিনার পতন পরবর্তী সময়ের নয় এবং এর সঙ্গে আলোচিত দাবিটির কোনো সম্পর্ক নেই। তাছাড়া, বলিউড তারকা সালমান খান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে উক্ত দাবিতে সম্প্রতি কোনো মন্তব্য করেননি। সুতরাং, সালমান খান ‘দেশটাকে বাচাতে হলে শেখ হাসিনাকে সম্মানে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসুন। শেখ হাসিনার হাতে দেশ নিরাপদ’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
Leave a Reply