৪ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে ওএসডি!

একযোগে দেশের চারটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে দায়িত্ব থেকে সরিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে ওএসডি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

যশোর বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মর্জিনা আক্তার (অর্থনীতি), কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. নিজামুল করিম (ব্যবস্থাপনা), ময়মনসিংহ বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আবু তাহের (ইতিহাস) এবং রাজশাহী বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. অলিউর রহমান (সমাজবিজ্ঞান) প্রেষণ প্রত্যাহার করে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

আর বলা হয়, এই চার কর্মকর্তা আগামী ৭ জানুয়ারির মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। অন্যথায় একই তারিখ অপরাহ্ণে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।

কর্মকর্তারা আবশ্যিকভাবে তার পিডিএস-এ লগইন করে অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *