২ জানুয়ারি: সারাদিন যা যা ঘটলো!

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে স্বীকৃতি

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে মর্যাদা দিয়ে সরকারিভাবে গেজেট প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। গত মঙ্গলবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

রিজার্ভ ২১ বিলিয়ন ডলার অতিক্রম করল

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার ২১ বিলিয়ন ডলারের গণ্ডি পেরিয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিনের শুরুতে নিট রিজার্ভ দাঁড়িয়েছিল ২,১৩৬ কোটি ডলার বা ২১ বিলিয়ন ডলারের ওপরে। একই দিনে গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ২,৬২০ কোটি ডলারের বেশি।

খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে বেগম জিয়ার বাসভবন ফিরোজায় যান সেনাপ্রধান। রাত ৯টার পর পরই তিনি ‘ফিরোজা’ ত্যাগ করেন। বিএনপির নির্ভরযোগ্য একটি সূত্রে এ তথ্য জানা গেছে।

৯৫ জন ভারতীয় জেলেকে মুক্তি দিল বাংলাদেশ

৯৫ জন ভারতীয় জেলের নামে মামলা প্রত্যাহার করে কারাগার থেকে মুক্তি দিয়েছে বাংলাদেশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তাদের প্রত্যাবাসনের জন্য পুলিশ ও কোস্টগার্ড প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে। এদের মধ্যে ৬৪ জন বাগেরহাট জেলা কারাগারে বন্দি ছিলেন।

সাংবাদিক মুন্নী সাহার ১৩৪ কোটি টাকার সন্দেহজনক লেনদেন, অনুসন্ধানে দুদক

টেলিভিশন উপস্থাপক ও সাংবাদিক মুন্নী সাহা এবং তার স্বামীর ব্যাংক হিসাবে ১৩৪ কোটি টাকা অস্বাভাবিক লেনদেনসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ইজতেমা ময়দানে জারি করা বিধি-নিষেধ প্রত্যাহার

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে জারি করা পুলিশের বিধি-নিষেধ প্রত্যাহার করে নেয়া হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় গাজীপুর মেট্টোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান এ তথ্য নিশ্চিত করে বলেন, ইজতেমা ময়দানে পূর্বের জারি করা বিধি-নিষেধ প্রত্যাহার করে নেয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

প্রধান উপদেষ্টার রাজবাড়ী সফর স্থগিত

রাজবাড়ীর কালুখালিতে আজ সেনাবাহিনীর শীতকালীন মহড়া (ম্যানুভার অনুশীলন) অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঘন কুয়াশা ও বৈরী আবহাওয়ার কারণে তা স্থগিত করা হয়েছে। সেখানে প্রধান অতিথি হওয়ার কথা ছিলো প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের। একই কারণে প্রধান উপদেষ্টার সফরও স্থগিত করা হয়েছে।

৪৩তম বিসিএসে পুনর্বিবেচনার সুযোগ পাচ্ছেন ২৬৭ প্রার্থী

৪৩তম বিসিএসে বাদ পড়া ২৬৭ প্রার্থীকে পুনর্বিবেচনার আবেদনের সুযোগ দিচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আবেদন পেলে পুনরায় যাছাই-বাছাই করে তাদেরকে গেজেটভুক্ত করা হবে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সিনিয়র সহকারী সচিব মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিএফআইইউর সাবেক প্রদানের বিরুদ্ধে দুদকের মামলা

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ফেসবুক আইডির কী হলো?

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদসহ বেশ কয়েকজন নেতার ফেসবুক আইডি খুঁজে পাওয়া যাচ্ছে না। বুধবার (১ ডিসেম্বর) বিকাল থেকে তাদের আইডিগুলো সার্চ করে পাওয়া যায়নি।

আওয়ামী লীগ নেতা বলরামকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক দায়ের হওয়া ঢাকার রমনা মডেল থানার একটি হত্যাচেষ্টা মামলায় জনতা ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক ও আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দারের রিমান্ড নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২ জানুয়ারি) আসামিকে আদালতে উপস্থিত করে মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান তার সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

কর বাড়ানোর উদ্যোগ, দাম বাড়তে পারে ৪৩ পণ্য-সেবার

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইনে কিছুটা সংশোধন আনছে সরকার। এতে ওষুধ, গুঁড়া দুধ, সিগারেট, বিস্কুট, বিমানের টিকিটসহ ৪৩ ধরনের পণ্য ও সেবার ওপর বাড়তি মূসক ও শুল্ক আরোপ হতে পারে। ফলে বাজেটের আগেই এসব পণ্য ও সেবার দাম এক দফা বাড়তে পারে।

পশ্চিমবঙ্গকে অস্থিতিশীল করতে বাংলাদেশিদের প্রবেশ করাচ্ছে বিএসএফ: মমতা

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় অভিযোগ তুলে বলেছেন, পশ্চিমবঙ্গকে অস্থিতিশীল করে তোলার জন্য ভারতের কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশিদের অনুপ্রবেশের অনুমতি দিচ্ছে।

রাষ্ট্রদ্রোহ মামলা: জামিন পেলেন না চিন্ময় কৃষ্ণ দাস

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

খসড়া ভোটার তালিকা প্রকাশ

খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রকাশিত তালিকায় মোট ভোটার রয়েছে ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন।

সরকারের চেয়ে ব্যক্তির ক্ষমতা বেশি: প্রধান উপদেষ্টা

সরকারের চেয়ে ব্যক্তির ক্ষমতা বেশি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২ জানুয়ারি) জাতীয় সমাজ সেবা দিবস-২০২৫ উপলক্ষে সমাজ সেবা অধিদপ্তর আয়োজিত ওয়াকাথন ও সমাজ সেবা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শর্তসাপেক্ষে পদোন্নতি পেলেন ৭৬৪ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা

শর্তসাপেক্ষে ৭৬৪ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে পদোন্নতি দিচ্ছে অন্তর্বর্তী সরকার। গত ২৬ ডিসেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়নে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *