সম্প্রতি ফেনীতে চাঁদাবাজি, প্রতারণা ও মানহানির অভিযোগে ওমর ফারুক শুভ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে যে, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক পরিচয় দিয়ে বিভিন্নভাবে চাঁদাবাজি ও প্রতারণা করেছেন।
গত মঙ্গলবার রাতে ফেনী মডেল থানার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা।
এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তার বিরুদ্ধে অভিযোগ তোলার পর একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, তাদের সঙ্গে ওমর ফারুক শুভর কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। যদিও তিনি জুলাই মাসে গণঅভ্যুত্থানে সক্রিয় ছিলেন, পরবর্তীতে নীতিবিরুদ্ধ কর্মকাণ্ডে জড়িত হওয়ায় তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছিল।
সংগঠনটির দপ্তর সেলের সদস্য শাহাদাত হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ‘‘ওমর ফারুক শুভ নামক ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রতারণার অপরাধে দায় সম্পূর্ণরূপে তার ওপর বর্তায়।’’
তারা আরও বলেন, ‘‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কখনোই এই ধরনের কর্মকাণ্ড সমর্থন করে না এবং যে কোনো অভিযুক্ত সদস্যের বিরুদ্ধে সংগঠনগত শাস্তির মাধ্যমে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।’’
Leave a Reply