অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতীয় পেসারের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ তুলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক। পেসার আর্শদ্বীপ সিংয়ের রিভার্স সুইং করার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
ইনজামামের অভিযোগ, আর্শদ্বীপ সিং যেভাবে রিভার্স সুইং করাচ্ছিলেন তা নতুন বলে করা সম্ভব নয়। পুরোনো বলেই রিভার্স সুইং হয়। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে বল খুব বেশি পুরাতন হয় না। তাই তাতে রিভার্স সুইং করানো কঠিন।
সাবেক পাক অধিনায়ক বলেছিলেন, ‘আর্শদ্বীপ বল করার সময় রিভার্স সুইং পাচ্ছিল। বল তখনও নতুন। এত তাড়াতাড়ি রিভার্স সুইং পাওয়া যায়? ১২-১৩ ওভার থেকেই বল রিভার্স সুইং করছিল। আম্পায়ারদের চোখ খুলে রাখা উচিত।’
ইনজামামের অভিযোগের কড়া জবাব দিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। সেমিফাইনাল ম্যাচে মাঠে নামার আগে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কী উত্তর দেব? দিনের বেলা শুকনো উইকেটে বল করলে তো আপনা আপনিই বল রিভার্স হতে শুরু করে। শুধু আমাদের ক্ষেত্রে এটা হচ্ছে না, সব দলের ক্ষেত্রেই হচ্ছে। কখনো কিছু বলার আগে নিজের বুদ্ধি একটু খাটানো উচিত। বুঝতে হবে যে আমরা কোথায় খেলছি। অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডে তো খেলছি না।’
Leave a Reply