কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে যে দলকে পেতে পারে আর্জেন্টিনা!

চলমান কোপা আমেরিকায় প্রথম দল হিসেবে ইতোমধ্যেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে দুইটিতেই জয় পেয়েছে তারা। শিরোপা ধরে রাখার মিশনে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে কোন দল এ নিয়ে বেশ আগ্রহ রয়েছে ফুটবলপ্রেমীদের।

কোপা আমেরিকার সূচি বলছে, ৪৮তম আসরের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে ইকুয়েডর অথবা মেক্সিকো।

কোপার সূচি অনুযায়ী, কোয়ার্টার ফাইনালে বি-গ্রুপের দলগুলোর বিপক্ষে লড়তে হবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। এ-গ্রুপের চ্যাম্পিয়ন খেলবে বি-গ্রুপের রানার্সআপের সঙ্গে। আর বি-গ্রুপের চ্যাম্পিয়ন খেলবে এ-গ্রুপের রানার্স আপের বিপক্ষে।

এবারের আসরে বি-গ্রুপে খেলছে ইকুয়েডর, ভেনেজুয়েলা, মেক্সিকো ও জ্যামাইকা। মেসিদের মতো টানা দুই ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ভেনেজুয়েলা। ৬ পয়েন্ট নিয়ে বি-গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তারা।

এতে এ এবং বি-গ্রুপের চ্যাম্পিয়ন হতে যাচ্ছে যথাক্রমে আর্জেন্টিনা ও ভেনেজুয়েলা। আর বি-গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে ওঠার দৌড়ে আছে ইকুয়েডর এবং মেক্সিকো। গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুদল।

ওই ম্যাচের জয়ী দল কোয়ার্টার ফাইনালে খেলবে আর্জেন্টিনার বিপক্ষে। এ-গ্রুপের সেরা হওয়ার পথে মেসিরা। আগামী ৩০ জুন সকাল ৬টায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ পেরু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *