সচিবালয়ের সামনে অব্যাহতি পাওয়া এসআইদের অবস্থান!

এসময় তারা জানান, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাদের চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। ট্রেনিং শেষ হওয়ার আগেই ৩২১ জনকে বাদ দেয়া হয়। এখন তারা চাকরি পুনর্বহাল চান।

ক্লাস ও খাবারের বিশৃঙ্খলার যে অভিযোগে তাদের বাদ দেয়া হয়েছে, তার কোনো প্রমাণ কর্তৃপক্ষ দেখাতে পারেনি দাবি করে অব্যাহতিপ্রাপ্ত এই এসআইরা সারদায় প্রশিক্ষণ নিচ্ছেন তাদের সঙ্গে একযোগে পোস্টিং দেয়ার দাবি জানান।

সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে তারা বলেন, ‘আমরা রাস্তায় অবস্থান করতে চাই না। কিন্তু আমাদের সঙ্গে যে বৈষম্য করা হচ্ছে, তার সুষ্ঠু বিচার দাবি করছি।’

৪০তম ক্যাডেট এসআই ব্যাচে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন ৮৫৭ জন। এর মধ্যে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ৮২৩ জন। মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগে গত তিন মাসে চার ধাপে ৩২১ এসআইকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *