আজহারীকে নিয়ে বিএনপি নেতার বিস্ফোরক মন্তব্য! ক্ষুব্ধ ভক্তরা

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, গত দুইদিন আগে শুনলাম ওয়াজ করেন যে মিজানুর রহমান আজহারী টাকার বিনিময়ে বিভিন্ন অঞ্চলে ওয়াজ-মাহফিল করেন। কিন্তু টাকার বিনিময়ে একটি দলকে হেয় প্রতিপন্ন করবেন, একটি দলের পক্ষে সাফাই গাইবেন এটা দেশের মানুষ উনার কাছ থেকে আশা করে নাই।

রোববার(৫ জানুয়ারি) এক সমাবেশের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সেদিন পত্রিকায় দেখলাম, ইসলামী দলের নেতা বলছেন তারা ইসলামী দল দখল করে নাই। ইসলামী ব্যাংক তো দখল করা ইতিমধ্যে হয়ে গেছে।

তিনি আরো বলেন, তারা বলছে, বিএনপি চাঁদাবাজি করছে, দখলদারি করছে। আগে এসব প্রমাণ করে দেখান। বিএনপি চাঁদাবাজি বা দখলদারি করছে এটি আপনাদের বানানো একটি খেলা। তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বলতে চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির কোনো নেতা চাঁদাবাজি, দখলদারি বা লুটতরাজের সুযোগ পাবে না৷

বিএনপি নেতার আজহারীকে নিয়ে করা বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন ভক্তরা। একজন লিখেছেন, আজহারী সাহেব তো নির্দিষ্ট কোন দলের নাম নেননি, তাহলে আপনাদের এত জ্বলছে কেন?
আরেক ভক্ত বলেন, আজহারী কি কারো নাম নিয়েছে? সবার এ ভাবে জ্বলার কারন কি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *