ধর্ম ব্যবসায়ীর সঙ্গে মদ ব্যবসায়ীর তুলনা বিএনপি নেতার!

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নে সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় কাউন্সিলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হারুনুর রশীদ বলেছেন, বিএনপিকে কটাক্ষ করে যারা বিভিন্ন ধরনের কথা বলতে চায় তাদের একটা কথা বলতে চাই, যারা মদের দোকানে মদ বিক্রি করে তারা কিন্তু মদ পান করে না,তারা মানুষকে মদ খাইয়ে মাতাল করে। আর ধর্ম ব্যবসায়ীরা ধার্মিক নয়, ধর্মভীরু নয়। ধার্মিক তারাই যারা ধর্মভীরু।

সম্প্রতি এক সমাবেশের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যখন উদ্দেশ্যমূলক ভাবে বলে এক স্বৈরাচারকে বিদায় করে আরেক স্বৈরাচারকে নিয়ে আসছে, এক চাঁদাবাজকে উৎখাত করে আরেক চাঁদাবাজকে আনছে, কাকে উদ্দেশ্য করে বলা হয় এসব বলে তিনি প্রশ্ন রাখেন। তারাই নাকি দেশপ্রেমিক, তারা ছাড়া বাকি সবাই চোর-বাটপার। একাত্তরেও তারা একই কথা বলেছেন যে, পাকিস্তানি সেনাবাহিনী ও আমরা ছাড়া আর কেউ দেশপ্রেমিক নয়। একই কথা তারা ৫৩ বছর পর বলছে। আজকে বাংলাদেশের মধ্যে নতুন করে বিভাজনের কথা বলছে তারা।

তিনি আরো বলেন, বিভিন্ন এলাকায় গেলে দেখবেন তারাও চাঁদাবাজি,দখলদারিতে অংশগ্রহণ করছে। জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুস্পষ্টভাবে বলেছেন, জড়িতদের শুধুমাত্র বহিষ্কার নয়, তাদের দলের পদও স্থগিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *