বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে নানা গুজব।যে গুজবকে ফ্যাক্ট চেক বলছে ভিত্তিহীন গুজব।যে গুজবের কোন সত্যতা নেই।
সম্প্রতি ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে দামি গাড়ি ব্যবহার করা নিয়ে মুখ খুললেন হাসনাত আবদুল্লাহ।টকশোতে খালেদ মুহিউদ্দীনের গাড়ি নিয়ে করা এক প্রশ্নের জবাবে হাসনাত বলেন, আমি লাস্ট ১৫ দিন ধরে প্যারাডো চড়ি। গাড়িটার দাম ১ কোটি ৮০ লাখ টাকা। হয়তো আগামীতে অডি চড়ব।
পরে পাল্টা প্রশ্নে হাসনাত বলেন, খালেদ ভাই, আপনি এখন কী মডেলের গাড়ি ব্যবহার করেন?জবাবে খালেদ মুহিউদ্দিন বলেন,নিউইয়র্কে গাড়ি নেই, জার্মানিতে ভক্স ওয়াগন ছিল। জবাবে হাসনাত বলেন, আপনার কি মনে হয় না আপনার মতো বাংলাদেশে হাসনাতের ১০০টা খালেদ ভাই আছে? যে তাকে গাড়ি দিতে পারে।
খালেদ মুহিউদ্দিন বিষয়টি মেনে নিয়ে বলেন, আমার এগুলিতে আপত্তি নেই।
তখন আবারো হাসনাত বলেন, বাংলাদেশে এরকম ১০০টা ভক্স ওয়াগনের মালিক রয়েছে যারা হাসনাতে শুভাকাঙ্খী। তারা আমাদের গাড়ি পাঠিয়ে বিভিন্ন প্রোগ্রামে নিয়েছে যেখানে আমাদের কথা বলা প্রয়োজন বলে তারা মনে করেছেন।
Leave a Reply