এই দুই খুদেই বলিউডের দাপুটে অভিনেতা-অভিনেত্রী, চিনেন তাদের?

সাদাকালো ছবিতে থাকা দুই খুদেই পরবর্তীতে বলিউডের জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রী। একজন বড়পর্দায় জনপ্রিয় অভিনেত্রী, আরেকজন ছোটপর্দার অভিনেতা। দেখুন তো চিনতে পারছেন কিনা— এই তারকা ভাইবোনকে?

সাবেক মিস ইউনিভার্স খেতাব জয় করা সুন্দরী বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের ভাই অভিনেতা রাজীব সেন গতকাল রোববার (৫ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবিটি পোস্ট করেছেন। ফিরে গেছেন ছোটবেলার স্মৃতিতে। সেই সাদাকালো ছবিতেই দেখা যাচ্ছে তিনি ও তার বোন সুস্মিতা সেন মায়ের কোলে আদুরে ভঙ্গিতে গালে গাল ঠেকিয়ে বসে আছেন।

আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, রাজীব ও সুস্মিতা তাদের বাবার কোলে বসে পোজ দিচ্ছেন। তাদের সবার পরনেই শীতের পোশাক। ফলে বোঝাই যাচ্ছে, এই ছবি দুটো কোনো এক শীতের সময় তোলা হয়েছে। এদিন রাজীব সেন ছবিটি পোস্ট করে লিখেছেন—দেখুন তো চিনতে পারছেন এই তারকা ভাইবোনকে?

উল্লেখ্য, ১৯৯৪ সালে মিস ইউনিভার্স খেতাব জয় করেন অভিনেত্রী সুস্মিতা সেন। এরপর তিনি বলিউডে পা রাখেন। তার প্রথম ছবি দস্তক। ১৯৯৬ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। তাকে শেষবার আরিয়া ৩ সিরিজে দেখা গেছে। আপাতত তিনি তার দুই মেয়ে— রেনে ও আলিসাকে নিয়ে আছেন। নতুন করে সম্প্রতি আবার উসকে গেছে তার ও রোহমান শলের প্রেমের জল্পনা।

অন্যদিকে রাজীব সেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা। তাকে ইতি ও পেশোয়ার প্রজেক্টে দেখা গেছে। ২০১৯ সালে তিনি চারু আসোপকে বিয়ে করেন। বর্তমানে তাদের একটি সন্তান আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *