মুখ খুললেন তাহসানের প্রাক্তন মিথিলা, ভক্তদের দিলেন চমক!

কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল গায়ক,অভিনেতা তাহসান।মূলত দ্বিতীয় বিয়ে ইস্যুতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাহসান ,রোজা নতুন দম্পতি।অনেকটা আড়ালেই রয়েগিয়েছিলেন তাহসানের প্রাক্তন মিথিলা।

সর্বশেষ ‘কাজলরেখা’ সিনেমা ও ‘অ্যালেন স্বপন’ ওয়েব সিরিজে দেখা মিলেছে মিথিলার। ভিন্ন ধারার চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা পেয়েছিলেন তিনি।

সম্প্রতি নতুন খবর দিলেন মিথিলা। জনপ্রিয় কোরিয়ান নাটক ‘ডিসেন্ড্যান্টস অব দ্য সান (ডটস)’-এর সঙ্গে যুক্ত হলেন এ অভিনেত্রী। তবে অভিনয়ে নয়, নাটকটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে বাংলা ডাবিংয়ে কণ্ঠ দেবেন তিনি। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মিথিলা নিজেই।

তিনি জানান, কাজটি করার ব্যাপারে আমি সম্মতি দিয়েছি। বর্তমানে বিদেশে আছি, দেশে ফিরেই কাজ শুরু করব। ‘ডিসেন্ড্যান্টস অব দ্য সান (ডটস)’ নাটকটি দুর্দান্ত গল্পের পাশাপাশি সং জোং-কি এবং সং কিয়ো চরিত্রের অবিশ্বাস্য রসায়নের মাধ্যমে দর্শকের মনে অন্যরকম জায়গা করে নিয়েছে। নাটকের বাংলা ডাবিংয়ের দায়িত্ব নিয়েছেন খালিদ হোসেন অভি। যিনি এর আগে ‘রিপ্লাই ১৯৮৮’, ‘লিজেন্ড অব দ্য ব্লুসি’ এবং ‘মিস্টার কুইন’-এর মতো কোরিয়ান ড্রামার বাংলা ডাবিং প্রযোজনা করেছেন।

সিরিজের দ্বিতীয় প্রধান চরিত্র ডক্টর ইউন মিউং জু চরিত্রে বাচিক অভিনয় করবেন মিথিলা। এক ফেসবুক স্ট্যাটাসেও বিষয়টি নিশ্চিত করেছেন অভি। তিনি জানান, রাফিয়াত রশিদ মিথিলা ‘ডটস’-এর সঙ্গে রয়েছেন। তিনি ‘ডিসেন্ড্যান্টস অব দ্য সান’-এর বহুল প্রত্যাশিত বাংলা ডাব-এ উগ্র এবং শক্তিশালী ড. ইউন মিউং জু চরিত্রে কণ্ঠ দেবেন। মূলত আন্তর্জাতিকভাবে স্বীকৃত দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী কিম জি ওয়ান দ্বারা চিত্রিত হয়েছে।

এ বিষয়ে মিথিলা বলেন, আমি এর আগে নিজের সিনেমায় নিজের অভিনীত চরিত্রের জন্য ডাবিং করেছি। কাজটি করতে আমার বেশ মজা লাগে, এক ধরনের চ্যালেঞ্জ ফেস করি। কিন্তু কখনোই অন্য কারও জন্য ডাবিং করিনি। ফলে এই কোরিয়ান ড্রামায় ডাবিং করার অভিজ্ঞতা আমার জন্য একদম নতুন হবে। কারণ ভয়েস আর্টিস্টদের কাজটা সহজ নয়। শুধু সংলাপ বললেই হয় না। ঠোঁট মেলানো, চরিত্রের বৈশিষ্ট্য ও ইমোশন কণ্ঠে ধারণ করা- এসব ব্যাপারে নজর রাখতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *