ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান সম্প্রতি তার দ্বিতীয় বিয়ের ঘোষণা দিয়েছেন। শনিবার (৪ জানুয়ারি) তিনি প্রকাশ্যে জানান যে, তিনি মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। দুই পরিবারের উপস্থিতিতে তাদের বিয়ে ঘরোয়া আয়োজনে সম্পন্ন হয়। তবে এই ঘোষণার পরই নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে রোজা আহমেদের সাবেক প্রেমিকের মন্তব্য।
প্রাক্তন প্রেমিকের দাবি
এক সাক্ষাৎকারে রোজা আহমেদের সাবেক প্রেমিক সংবাদমাধ্যম বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে তাদের সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা করেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি জানান, তারা ২০১৬ সাল থেকে সম্পর্কে ছিলেন এবং এই সম্পর্ক ৯ বছর ধরে চলেছিল। তিনি বলেন, “গতকাল (বিয়ে) পর্যন্ত আমি জানতাম না। তিন মাস আগে আমাদের ব্রেকআপ হয়েছে, অথচ এখন বিভিন্ন মাধ্যমে বলা হচ্ছে যে তারা এক বছর ধরে সম্পর্ক করছেন।”
তিনি আরও দাবি করেন, “আমাদের সম্পর্কের ইতি টানার কারণ ছিল তাহসান। আমি মিথ্যা বলব না, আমাদের সম্পর্ক শেষ হওয়ার পিছনে সে ছিল। ৯ বছরের সম্পর্ক তো ছোট কিছু নয়, চাইল্ডহুড থেকে শুরু হয়েছিল। আমার ক্যারিয়ারে তাকে অনেক সহায়তা করেছি, এমনকি সে বিদেশে গিয়ে পড়াশোনা করেছে, তার সঙ্গেও আমি যুক্ত ছিলাম।”
প্রাক্তন প্রেমিক আরও বলেন, “আমি প্রতারণার শিকার হয়েছি, কিন্তু রোজার বিয়ে নিয়ে আমি ব্যথিত নই। কারণ, আমাদের ব্রেকআপের কারণটাই ছিল এটা। আমি জানি, তাদের সম্পর্কের ব্যাপারে যা বলা হচ্ছে তা সঠিক নয়। আমার কাছে সব প্রমাণ আছে, আমরা তিন-সাড়ে তিন মাস আগে আলাদা হয়ে গেছি।”
শিক্ষাগত যোগ্যতা ও আর্থিক লেনদেন নিয়ে অভিযোগ
রোজার শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন তার প্রাক্তন প্রেমিক। তার ভাষ্য, “সে বলছে নিউইয়র্কে কসমেটিক্স নিয়ে ডিগ্রি পেয়েছে, কিন্তু নিউইয়র্কে এমন কোনো কোর্সই নেই। সে আসলে HSC পাস করেছে।”
এছাড়া তিনি দাবি করেন, “রোজা আমার কাছ থেকে ১৫ লাখ টাকা নিয়েছিল, কিন্তু সেই টাকা এখনো ফেরত দেয়নি।”
পারিবারিক ইতিহাস নিয়ে বিতর্ক
রোজা আহমেদের বাবা ফারুক আহমেদ (পানামা ফারুক) সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে। জানা যায়, তিনি ২০১৪ সালে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন।
নতুন আলোচনার জন্ম
এই মন্তব্যগুলো প্রকাশ্যে আসার পরই নেটিজেনদের মধ্যে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকেই এই বিষয়টি নিয়ে নানা আলোচনা ও বিশ্লেষণ করছেন। তবে রোজা আহমেদ বা তাহসান খান এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি।
তাহসানের দ্বিতীয় বিয়ে ঘিরে তৈরি হওয়া এই বিতর্ক শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে, তা সময়ই বলে দেবে।
Leave a Reply