মোবাইল ফোনের সেবা ব্যবহারে একের পর এক খরচ বৃদ্ধি পাচ্ছে। এবার, মোবাইলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের ওপর ৩ শতাংশ সম্পূরক শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে এই সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়েছে এবং যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।
আগের বাজেটেই মোবাইল ফোন সেবার সম্পূরক শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হয়েছিল। সেই অনুযায়ী, বর্তমানে ১০০ টাকার রিচার্জ করলে গ্রাহককে ২৮ দশমিক ১ টাকা সম্পূরক শুল্ক, ভ্যাট ও সারচার্জ, ৬ দশমিক ১ টাকা রেভেনিউ শেয়ার এবং ২০ দশমিক ৪ টাকা পরোক্ষ কর দিতে হয়। এর ফলে, ১০০ টাকায় গ্রাহক প্রকৃত ব্যবহার করতে পারেন মাত্র ৪৪-৪৫ টাকা।
এবার নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৩ শতাংশ সম্পূরক শুল্ক বাড়ানো হলে, ১০০ টাকার রিচার্জে কর বাবদ ৫৬ দশমিক ৩ টাকা কাটা হবে। এর মধ্যে ২৯ দশমিক ৮ টাকা হবে সম্পূরক শুল্ক, ভ্যাট ও সারচার্জ, ৬ দশমিক ১ টাকা রেভেনিউ শেয়ার এবং ২০ দশমিক ৪ টাকা পরোক্ষ কর। ফলে, গ্রাহক ১০০ টাকার রিচার্জে প্রায় ৫৬ টাকা কর বাবদ দিতে হবে এবং ব্যবহারযোগ্য টাকা কমে যাবে।
এ নিয়ে গ্রাহকরা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, মোবাইল সেবার মান বাড়ানোর পরিবর্তে নতুন করে ভ্যাট বৃদ্ধি করা একটি অস্বস্তিকর সিদ্ধান্ত। দেশে কল ড্রপ, কথা না বোঝা, এবং পর্যাপ্ত নেটওয়ার্ক পরিষেবার সমস্যা এখনও বিদ্যমান। এই অবস্থায়, সেবার মান উন্নয়ন না করেই খরচ বাড়ানো গ্রাহকদের জন্য অস্বস্তি সৃষ্টি করবে এবং নেতিবাচক প্রভাব ফেলবে।
এদিকে, এনবিআরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বিষয়টি ইতিমধ্যে দুটি মন্ত্রণালয় থেকে অনুমোদিত হয়েছে এবং যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।
Leave a Reply