বেড়েই চলেছে স্বর্ণের দাম : বিশ্ববাজারে আবারও স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চ!

বিশ্ববাজারে বেড়েই চলেছে স্বর্ণের দাম। মার্কিন সুদহার হ্রাস, ঋণের পরিমান বৃদ্ধি, মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের সংঘাতের কারণে চলতি বছরে স্বর্ণের দাম আউন্স প্রতি ৩ হাজার ডলার ছাড়িয়ে যাবে বলে ধারনা করছেন বিশ্লেষকরা। তথ্য বলছে, গেল বছর মূল্যবান এই ধাতুটির দাম বেড়েছিল ২৭ শতাংশ। এদিকে দাম বাড়ার শঙ্কায় নিরাপদ বিনিয়োগে স্বর্ণের মজুদ রাখছে কেন্দ্রীয় ব্যাংকগুলো।

পূর্বাভাস বলছে, ২০২৫ জুড়ে স্বর্ণের দাম ছাড়াবে ট্রয় আউন্স প্রতি প্রায় ২৮শ ডলার। যা বর্তমান বাজার দরের তুলনায় ৭ শতাংশ বেশি।

ওয়াল স্ট্রিটের হিসাবে গেল বছর মূল্যবান এই ধাতুটির দাম বেড়েছিল ২৭ শতাংশ। গোল্ডম্যান স্যাকস্ বলছে, চলতি বছরের শেষ নাগাদ স্বর্ণের দাম ছাড়িয়ে যাবে ৩ হাজারের ঘর। কেন্দ্রীয় ব্যাংকের চাহিদা, বিভিন্ন যুদ্ধ আর প্রত্যাশিত ফেডের হার কমানোকে দাম বাড়ার কারণ হিসেবে দায়ী করছে তারা।

তথ্য বলছে, গেল বছরের প্রথম নয় মাসে ৬৯৪ টন স্বর্ণ কিনে মজুদ রাখে কেন্দ্রীয় ব্যাংকগুলো। স্বর্ণ কেনার দিক থেকে সবচেয়ে এগিয়ে পিপলস ব্যাংক অব চায়না। যদিও মজুদের শীর্ষে এখনও মার্কিন যুক্তরাষ্ট্র। ৮ হাজার টনের বেশি স্বর্ণ নিজেদের সংগ্রহে রেখে একক আধিপত্য চালিয়ে যাচ্ছে দেশটি। তাই, নতুন করে বিনিয়োগ না থাকায় উন্নত দেশগুলো ভরসা রাখছে স্বর্ণের মজুদের উপর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *