সরকারি চাকরিজীবীদের জন্য আগামী ৩০ জুনের মধ্যে মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। তবে কত শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে, সে বিষয়ে কিছু জানাননি তিনি।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। মহার্ঘ ভাতা পর্যালোচনায় হওয়া কমিটির সদস্য তিনি।
জনপ্রশাসনের সিনিয়র সচিব বলেন, ‘মহার্ঘ ভাতার বিষয়টা অর্থ মন্ত্রণালয়ের। তবে আমিও একজন মেম্বার। এরই মধ্যে দুটি মিটিং হয়েছে। মহার্ঘ ভাতা খুব শিগগিরই হবে। তবে এবার ব্যতিক্রম হবে। আগে পেনশনভোগীরা মহার্ঘ ভাতা পেতেন না, এবার পাবেন। একটা রিজনেবল পাবেন। পরের বছর ইনক্রিমেন্টের সময় এই মহার্ঘ ভাতা তার বেসিকের সঙ্গে যোগ হবে।’
আসন্ন বাজেটেই মহার্ঘ ভাতা কার্যকর হবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘এ বাজেটে মানে ৩০ জুনের মধ্যে, আমি বলব অবশ্যই এর মধ্যে হবে। তার আগে হবে ইনশাআল্লাহ।’
কত শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে, সে বিষয়ে মোখলেসুর রহমান বলেন, ‘এ বিষয়ে অর্থ উপদেষ্টা বা অর্থসচিবকে জিজ্ঞেস করেন। তারা বলতে পারবেন।’
কোন মাস থেকে মহার্ঘ ভাতা ধরা হবে, সে বিষয়ে সচিব বলেন, ‘অনুমান করে বলা ঠিক হবে না। এ বিষয়ে অর্থ উপদেষ্টা ও অর্থসচিব পরিষ্কার করে বলতে পারবেন।’
Leave a Reply