ভারতের সংবাদমাধ্যম নিউজ ১৮ ১০ (জানুয়ারি ) এক প্রতিবেদনে জানায়,বাংলাদেশ ভারত সীমান্তে যুদ্ধ যুদ্ধ হাওয়া তৈরি করছে বাংলাদেশ বর্ডার গার্ডস বা বিজিবি৷Tourism guides
প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, মালদহ, নদিয়া, উত্তর চব্বিশ পরগণার একাধিক জায়গায় গত কয়েকদিনে কাটাতারের বেড়া দেওয়া নিয়ে বিএসএফ-এর সঙ্গে সংঘাত তৈরির চেষ্টা করেছে বিজিবি৷
এমন কি, মালদহের বৈষ্ণবনগরের সুখদেবপুর সীমান্তে তো নিজেদের দিকে সর্ষে ক্ষেতের ভিতরে বাঙ্কার তৈরির তোড়জোড়ও শুরু করে দিয়েছে বিজিবি৷ ভারতের এই গণমাধ্যম দাবি করছে, যদিও বিজিবি-র উস্কানিতেও শান্ত থেকেছেন বিএসএফ জওয়ানরা৷ উত্তর চব্বিশ পরগণার বাগদাও দু দেশের মধ্যে দিয়ে বয়ে চলা নদীর একাংশ তারা দখল করে নিয়েছে বলে সম্প্রতি দাবি করেন এক বিজিবি আধিকারিক৷ সেই দাবিকেও উড়িয়ে দিয়েছে বিএসএফ৷
ভারতের গণমাধ্যমের এমন খবরে দুই দেশে দেখা দিয়েছে আলোচনা সমালোচনা।অবশ্য বাঙ্কার নির্মাণের বিষয়ে অবশ্য এখনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি কেউই।
Leave a Reply