ড্রাইভিং লাইসেন্স নিয়ে সুখবর!

সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, ড্রাইভিং লাইসেন্স দেওয়ার জটিল ব্যবস্থা থেকে সরে এসে এ প্রক্রিয়া আরো সহজ করা হবে।

গতকাল শনিবার (১১ জানুয়ারি) দুপুরে তেজগাঁওয়ে বিআরটিএ ভবনে রোড সেফটি বিষয়ক মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন।

মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘লাইসেন্স দেওয়ার বর্তমান জটিল ব্যবস্থা থেকে সরে এসে দক্ষ ড্রাইভার ব্যবস্থায় জোর দেওয়া হবে। লাইসেন্স দেওয়ার বিষয় আরো সহজ করা হবে।

তিনি আরো বলেন, ‘সাড়ে চার লাখ ড্রাইভিং লাইসেন্স পেন্ডিং আছে, মার্চের মধ্যে এগুলো ইস্যু হয়ে যাবে। গাড়ির মালিকানা পরিবর্তন প্রক্রিয়া আরও সহজ করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *