বিখ্যাত ইসলামী চিন্তাবিদ ও জনপ্রিয় বক্তা ড. মিজানুর রহমান আজহারী সিলেটের একটি কুরআন মাহফিলে বিশৃঙ্খল আচরণে বিরক্ত হয়ে তার বক্তব্য সংক্ষিপ্ত করতে বাধ্য হন। মাহফিল শুরু হয়েছিল হযরত শাহজালাল, শাহপরান (রহ.) ও সিলেটবাসীর প্রশংসার মাধ্যমে। তবে শেষের চিত্রটা ছিল সম্পূর্ণ ভিন্ন।সিডিউল অনুযায়ী দুই ঘণ্টার পরিবর্তে তিনি মাত্র এক ঘণ্টা ২৫ মিনিট বক্তব্য রেখে মোনাজাত করেন।
মাহফিলে তিনি প্রশ্ন করেন, “এটা কি কোরআনের মজলিসের পরিবেশ?মাহফিলে বাধা দিত আবু জেহেলের উত্তরসূরীরা ।” তিনি আরও বলেন, ‘শাহ পরানের উত্তরসূরী তোমরা’ , পবিত্র ভূমি সিলেটে থেকে কেন এই ধরনের আচরণ হচ্ছে?”
আজহারী শ্রোতাদের উদ্দেশে শৃঙ্খলার গুরুত্ব তুলে ধরেন এবং কুরআন মাহফিলের মতো পবিত্র পরিবেশে এ ধরনের বিশৃঙ্খলার নিন্দা জানান।এ ঘটনা শ্রোতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকেই এ ধরনের আচরণের জন্য দুঃখ প্রকাশ করেছেন।
Leave a Reply