৪০তম ব্যাচের অব্যাহতি পাওয়া ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই)রা চাকরিতে পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো আমরণ অনশনে নেমেছেন। তারা কাফনের কাপড় জড়িয়ে রাজধানীর সচিবালয়ের ১নং গেটের বিপরীতে উসমানী উদ্যান সংলগ্ন রাস্তায় অবস্থান করছেন। সোমবার (১৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় এক সংবাদ সম্মেলনে তারা এ আমরণ অনশনের ঘোষণা দেন।
অব্যাহতি পাওয়া এসআই নিশিকান্ত বলেন, “আমাদের কোনো অভিভাবক আছে বলে মনে হচ্ছে না। রাষ্ট্র আমাদের নাগরিক হিসেবে গণ্য করে কি না, সেটাই প্রশ্ন। যতক্ষণ পর্যন্ত দাবি পূরণ না হবে, আমরা এখান থেকে উঠবো না।”
একই অনশন কর্মসূচিতে অংশ নেওয়া কল্যাণ সরকার বলেন, “আমরা জানি না কেন আমাদের বাদ দেওয়া হলো। এক বছর প্রশিক্ষণ নেওয়ার পর হঠাৎ আমাদের হাতে ডিসচার্জ লেটার ধরিয়ে দেওয়া হলো। আমার কোনো রাজনৈতিক সংশ্লেষ নেই, আমার বাবা ছিলেন সেনাবাহিনীর সদস্য। এত কষ্টের পর এভাবে আমাদের ভবিষ্যৎ নষ্ট করে দেওয়া হলো।”
অন্য আরেক সাবেক ক্যাডেট এসআই রবিউল রবি বলেন, “আমাদের দেখার কেউ নেই। শীতে রাস্তায় অনশনে থাকা সত্ত্বেও রাষ্ট্রের কোনো দয়া দেখছি না।”
সুবীর নামের আরেকজন বলেন, “আমরা জানি না কী দোষ করেছি। একটি চাকরির জন্য রাস্তায় নেমেছি। ভবিষ্যৎ এখন সম্পূর্ণ অনিশ্চিত। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।”
তাদের অভিযোগ, এ ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং তাদের ভবিষ্যৎ বিনষ্ট করার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তারা দাবি করেছেন, যেন এ পরিস্থিতির দ্রুত সমাধান হয় এবং তাদের পুনর্বহাল করা হয়।
Leave a Reply