দেরিতে ভাত দেওয়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যু!

নীলফামারী সদর উপজেলার রামনগর ইউনিয়নের হাতিবান্ধা এলাকায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ উঠেছে।মঙ্গলবার (১৪ জানুয়ারি) সদর উপজেলার রামনগর ইউনিয়নের হাতিবান্ধা এলাকার জুম্মাপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে স্বামী মামুনকে ভাত দিতে দেরি করেন স্ত্রী দিনা।এরপর ক্ষিপ্ত হয়ে মামুন তাকে থাপ্পড় মারে। থাপ্পড়ে মাটিতে পড়ে যান দিনা আক্তার। এরপর মামুন তাকে হাসপাতালে নিয়ে গেলেও সেখান থেকে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। পরে দুপুরে দিনার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মামুন পলাতক রয়েছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।

নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ বলেন, স্বামীর শারীরিক নির্যাতনের পর স্ত্রীর মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি, তবে কেউ অভিযোগ জানালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”