গায়ক-অভিনেতা তাহসান খান ও তার স্ত্রী রোজা আহমেদের দ্বিতীয়বারের মতো বিয়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় তুলেছে। তবে সেই আলোচনা নতুন মোড় নেয়, যখন ফায়েজ বেলাল নামের এক যুবক ফেসবুকে একটি পোস্ট দিয়ে দাবি করেন, রোজার সঙ্গে তার দুই বছরের প্রেম ছিল।
ফায়েজের পোস্টে তিনি আক্ষেপ করে লেখেন, প্রতিষ্ঠিত হওয়ার বায়না ধরে তুমি প্রতিষ্ঠিত কারো হাত ধরেছ। অথচ তুমি চাইলে আমিও প্রতিষ্ঠিত হতে পারতাম।
তিনি আরও লেখেন, তুমি যার হাত ধরেছো, তাকেও কেউ একজন ছেড়ে চলে গেছে। আজ সে তোমাকে সঙ্গী করে পেয়েছে। আমি হয়তো নীল তিমি হতে পারলাম না, কিন্তু আমিও তোমার মতো সুন্দরী কোনো নীল পরীর হাত ধরবো।
এই পোস্ট নিয়ে তৈরি হয় বিভ্রান্তি ও ধোঁয়াশা। অনেকে ফায়েজের বক্তব্যকে সমর্থন করলেও অন্যরা রোজার ব্যক্তিগত জীবন নিয়ে নেতিবাচক মন্তব্য করার সমালোচনা করেছেন।
এদিকে, তাহসান ও রোজা বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে ফায়েজ বেলালের এই পোস্ট রোজার অতীত ও বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
Leave a Reply