শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা কলেজের শিক্ষার্থী মো. শামীমকে হত্যাচেষ্টা মামলায় তাদের এ রিমান্ড মঞ্জুর করেন আদালত।
আজ বুধবার (১৫ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন তাদের আদালতে হাজির করে রাজধানীর নিউমার্কেট থানার হত্যাচেষ্টা মামলায় সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. ওমর ফারুক।
আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। এ সময় রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।
আদালতে নিয়ে যাওয়ার সময় কালের কণ্ঠের সঙ্গে কথা হয় জুনায়েদ আহমেদ পলকের।
এ সময় তার মুখে ছিল মুচকি হাসি। তিনি কালের কণ্ঠকে বলেন, ‘আমাদেরকে ফোনে আত্মীয়-স্বজনদের সঙ্গে কথা বলতে দেয় না। সব বন্দি তো কথা বলতে পারে সাত দিনে একবার।’
তিনি আরো বলেন, ‘আমাদেরকে দুই মাস হলেও কথা বলতে দেয় না।
আমি নিজেই তো বৈষম্যের শিকার। সুবিচার চাই।’
Leave a Reply