এবার পুরো পাহাড় অচল করে দেওয়ার হুঁশিয়ারি পাহাড়ি ছাত্র পরিষদের!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি রোনাল চাকমা আজ বলেছেন, সারাদেশের সংখ্যালঘু জাতিসত্তার জনগণকে শান্তিতে থাকতে না দিলে তারা ‘শান্তিতে থাকতে দিবে না’। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’ নামক সন্ত্রাসী দলটির সদস্যদের গ্রেফতার করা না হলে পার্বত্য চট্টগ্রামের ছাত্র-জনগণ পুরো পাহাড় অচল করে দেবে।

বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি মশাল মিছিলে তিনি এ কথা বলেন, যেখানে ছাত্ররা পাঠ্যবই থেকে ‘আদিবাসী’ শব্দটি বাদ দেওয়ার প্রতিবাদে মিছিল করছিল। ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’ সংগঠনের পূর্বঘোষিত এনসিটিবি ঘেরাও কর্মসূচিতে হামলার ঘটনায় মিছিলটি অনুষ্ঠিত হয়।

এই মিছিলে সভাপতিত্ব করেন পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি রোনাল চাকমা এবং সঞ্চালনা করেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের ধ্রুব বড়ুয়া। এতে বক্তব্য দেন বিপ্লবী ছাত্র মৈত্রীর চবি আহ্বায়ক জশদ জাকির, বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল (বিএমএসসি) এর কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পাইয়ু মারমা, ১৮-১৯ শিক্ষাবর্ষের ধন কিশোর ত্রিপুরা, এবং ২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী প্রিয় জ্যোতি চাকমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *