আসামি ধরতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু!

বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাব-ইন্সপেক্টর মেহেদী হাসান আসামি ধরতে গিয়ে আগুনে পুড়ে র্দীঘদিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

মেহেদী হাসান বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানায় সাব-ইন্সপেক্টর (এসআই) পদে কর্মরত ছিলেন। গত ৬ জানুয়ারি বিমানবন্দর থানাধীন রহমতপুর এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে অসাবধানতাবশত ইটভাটায় পড়ে যান তিনি। এতে তার শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করেন। সেখানে টানা ১০ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার দুপুরে তিনি মৃত্যুবরণ করেন।

মেহেদী হাসান পুলিশের ৩৮তম ব্যাচের সদস্য ছিলেন। চার বছর আগে তিনি বাংলাদেশ পুলিশে যোগ দেন এবং সর্বশেষ বিমানবন্দর থানায় দায়িত্ব পালন করছিলেন।Tourism guides

বিমানবন্দর থানার ওসি মো. জাকির শিকদার জানান, ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে এসআই মেহেদী হাসান আগুনে দগ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান।

শুক্রবার (১৭ জানুয়ারি) তার মরদেহ গ্রামের বাড়ি বরগুনায় নিয়ে দাফন সম্পন্ন করা হবে। মেহেদী হাসানের মৃত্যুতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ সদর দফতর, বিমানবন্দর থানা ও তার গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *