ইউটিউবে পিনাকী ভট্টাচার্যের ভিডিও বিকৃত টাইটেল এবং থাম্বনেইল দিয়ে অপ-প্রচারকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
ইউটিউবে তার ভিডিও বিকৃত টাইটেলে ছড়ানোর একটি স্ক্রিনশট শেয়ার করে তিনি নিজের সামাজিক মাধ্যমে লিখেন, “আমার ভিডিও কপিরাইট ফ্রি। ততোক্ষণই যতোক্ষণ টাইটেল আর থাম্বনেইল অবিকৃত থাকবে। আমার ভিডিও নিয়ে উল্টাপাল্টা থাম্বনেইল আর টাইটেল যারা দেয় তারা সাবধান হয়ে যান। আমি ২৪ ঘন্টা টাইম দিলাম, এরপরে যদি এইরকম উল্টাপাল্টা টাইটেলে আর থাম্বনেইলে ভিডিও দেখি আমি নিজে সবকয়টায় কপিরাইট স্ট্রাইক দেবো। এক ঘন্টায় চ্যানেল জয় বাংলা হয়ে যাবে।”
Leave a Reply