এমপি হয়ে জনগণের পাশে থাকতে চান ডা. সাবরিনা!

আলোচিত এবং সমালোচিত নাম ডা. সাবরিনা। এবার ক্যামেরার সামনে তার নেত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন তিনি।

সম্প্রতি তিনি বলেন, ‘আমি হয়তো অভিনেত্রী বা লেখিকা হিসেবে ভাল বা যেমনই হই না কেন এর মানে এই না যে নেত্রী হিসেবে ও আমি ভালো হব।’

একই সাথে তিনি আরো বলেন, ‘দেখা যাক! যদি জনগণ চায় আমার কাজের মাধ্যমে আমি এগিয়ে আসি, তাহলে আমি অবশ্যই নেত্রী হব।’

প্রসঙ্গত, করোনা মহামারির সময় রিজেন্ট হাসপাতাল ও জেকেজি হেলথ কেয়ারের প্রতারণার অভিযোগে বেশ আলোচিত ছিলেন তিনি। মানুষের জীবন নিয়ে নির্মম প্রতারণার তালিকায় ছিল সাবরিনা শারমিন চৌধুরী ও তার স্বামী জেকেজির প্রধান নির্বাহী আরিফ চৌধুরীর নাম।

ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে নমুনা সংগ্রহ করে কোনো পরীক্ষা না করেই প্রতিষ্ঠানটি ১৫ হাজার ৪৬০ জনকে করোনার টেস্টের ভুয়া রিপোর্ট সরবরাহ করেছিল।

এতদিন পর নেত্রী হওয়ার ইচ্ছা নিয়ে আবার আলোচনায় ডা. সাবরিনার নাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *