জাতীয় সংগীত পরিবর্তনের দাবী!

বাংলাদেশের জাতীয় সংগীতে আল্লাহর প্রশংসা নেই কেন এমন প্রশ্ন তুলে জাতীয় সংগীতের পরিবর্তন চেয়েছেন মাওলানা কতুব উদ্দীন নানুপুরী। শুক্রবার (১৭ জানুৃযারী) দেশের অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ফটিকছড়ির জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর মাদ্রাসায় খতমে বোখারী শরীফ ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, বুখারী শরীফ খতম, পাঠ এবং প্রচার কোনো ভাবেই বিদআতের অন্তর্ভুক্ত নয় বরং এটি ইসলামের প্রচার, সুন্নাহর চর্চা এবং জ্ঞান বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। যারা একে বিদআত বলে থাকেন তাদের উচিত বিদআতের প্রকৃত সংজ্ঞা জানা এবং অমূলক বক্তব্য থেকে বিরত থাকা। বাদ জুমা খতমে বুখারীর আখেরী দরস প্রদান করেন শাইখুল হাদিস আল্লামা মুফতি কুতুব উদ্দিন নানুপুরী। এতে তিনশ অধিক আলেম বুখারী শরীফ সম্পন্ন করেন।

খতমে বুখারী শরীফ অনুষ্ঠানে উপস্থিত থেকে মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি, জান-মাল, ইজ্জত ও আবরু হেফাজতের উদ্দেশ্যে বিশেষ মোনাজাত পরিচালনা করেন, জামিয়া ইসলামিয়া ওবাইদিয়ার মহা-পরিচালক আল্লামা শাহ্ ছালাহউদ্দিন নানুপুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *