বাংলাদেশি অভিনেত্রী ও পরিচালক কুসুম শিকদার তার অভিনয় দক্ষতার পাশাপাশি তারুণ্য ধরে রাখার দৃষ্টান্ত হয়ে উঠেছেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি তার সৌন্দর্য ও তারুণ্য ধরে রাখার পেছনের রহস্য ফাঁস করেছেন। Travel packages
কুসুম জানিয়েছেন, তিনি দীর্ঘ ১২ বছর ভাত খাননি। ২০০০ সাল থেকে শুরু করে টানা ২০১২ পর্যন্ত একদিনের জন্যও ভাত খাননি তিনি।
কুসুম বলেন, আমি খুব স্ট্রিক্ট ডায়েট মেনে চলেছি, যা আমার ফিটনেস ধরে রাখতে সাহায্য করেছে।
কুসুম শিকদার ২০০২ সালে লাক্স-আনন্দধারা ফটোজেনিক চ্যাম্পিয়ন হিসেবে পরিচিতি লাভ করেন। এরপর তার ক্যারিয়ার নতুন গতি পায়। ২০১০ সালে খালিদ মাহমুদ মিঠু পরিচালিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র গহীনে শব্দ-এর মাধ্যমে তিনি বড় পর্দায় পা রাখেন। তার অসাধারণ অভিনয় প্রশংসিত হয় দর্শকমহলে।
কুসুম শিকদার শুধু অভিনেত্রীই নন, তিনি একজন পরিচালকও। শরতের জবা সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো পরিচালনায় নাম লেখান তিনি।কুসুমের জীবনযাত্রা ও ক্যারিয়ারের গল্প অনেককেই অনুপ্রাণিত করে।
Leave a Reply