যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোভাবের ওপরই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে বলে দাবি করেছেন হাসিনা সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন তিনি। শনিবার (১৮ জানুয়ারি) সাক্ষাৎকারটি প্রকাশ করে দ্য হিন্দু।
নওফেল বলেন, ‘বাংলাদেশে আসন্ন কয়েক মাসে অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করবে মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দৃষ্টিভঙ্গির ওপর। বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি অন্যান্য সংঘাতপূর্ণ অঞ্চলের বিশেষ করে পশ্চিম এশিয়ার ঘটনাবলী থেকে বিচ্ছিন্নভাবে দেখা উচিত নয়।’
তিনি বলেন, ‘ড. ইউনূস হিলারি ক্লিনটনের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারে বিনিয়োগ করেছিলেন এবং ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদের জয়কে গ্রহণের অযোগ্য বলেছিলেন। ট্রাম্প সম্পর্কে তার এই মতামতের কারণে, ট্রাম্প ২০ জানুয়ারি শপথ নেওয়ার পর অন্তর্বর্তী সরকারের উপর কিছু প্রভাব পড়বে বলে আমি নিশ্চিত।’Tourism guides
Leave a Reply