পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নকে হারাল ৯ বছরের বাংলাদেশি!

অনলাইন দাবা ম্যাচে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং নরওয়েজিয়ান গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেনকে পরাজিত করেছে বাংলাদেশের ৯ বছর বয়সী দাবাড়ু খেলোয়াড় রায়ান রশিদ মুগ্ধ।

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন কার্লসেন র‌্যাপিড দাবায়ও চ্যাম্পিয়ন হয়েছেন ৫ বার আর ব্লিটজে ৮ বার।

ঢাকার সাউথ পয়েন্ট স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মুগ্ধ শনিবার অনলাইন দাবার বিখ্যাত প্লাটফর্ম চেজ ডট কমে কার্লসেনের সঙ্গে একটি ম্যাচ খেলেন। মুগ্ধর নিজস্ব কোনো প্রোফাইল না থাকায় সে তার কোচ নাইম হকের অ্যাকাউন্ট ব্যবহার করে খেলেন।

কার্লসেনের সঙ্গে মুগ্ধ ম্যাচটি বুলেট ফরম্যাটে খেলেছে যেখানে খেলোয়াড়দের তাদের ম্যাচ শেষ করার জন্য মাত্র ১ মিনিট সময় থাকে। সফটওয়্যারের মাধ্যমে এক রাউন্ড পর পর নির্ধারিত হয় কে কার সঙ্গে খেলবেন। সেভাবেই ম্যাগনাস কার্লসেনের মুখোমুখি হয় মুগ্ধ।

এই ফরম্যাটটি ফিডে মাস্টার্স, ইন্টারন্যাশনাল মাস্টার্স এবং গ্র্যান্ডমাস্টারদের মধ্যে জনপ্রিয়।

মুগ্ধর কোচ নাইম বলেন, “আমি মুগ্ধকে দাবা শেখাই এবং সে সবসময় অনলাইনে খেলতে পছন্দ করে। আমি তাকে আমার পরিচয়পত্র ব্যবহার করতে দিই, এবং পরে সে হঠাৎ আমাকে মোবাইল ফোন করে বলে যে সে কার্লসেনকে হারিয়ে দিয়েছে। প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না। তারপর সে আমাকে স্ক্রিনশট এবং খেলার সমস্ত বিবরণ পাঠায় যা দেখে আমি অবাক হয়ে যায়।”

মুগ্ধ বাংলাদেশের অনূর্ধ্ব-১০ জুনিয়র চ্যাম্পিয়ন এবং গত ডিসেম্বরে ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ান স্কুল দাবা চ্যাম্পিয়নশিপে দেশের প্রতিনিধিত্ব করেছিল।

কার্লসেনকে হারিয়ে মুগ্ধ বলেন, ‘‘আমি শুরুতে ভাবতেই পারিনি কার্লসেনকে হারিয়ে দিতে পারবো। তবে এক সময় এসে উনি একটা কুইন ব্লান্ডার করেন। এরপরই আমি বুঝতে পেরেছি ম্যাচটা জিততে পারব। শেষ পর্যন্ত জিতে গেছি। বিশ্ব চ্যাম্পিয়নকে হারানোয় আমার মধ্যে আত্মবিশ্বাস অনেকটা বেড়ে গেছে। ভবিষ্যতে আরও ভালো খেলতে এই ম্যাচ অনুপ্রেরণা যোগাবে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *