প্রেসিডেন্টের শপথ নেয়ার পর যে বার্তা দিলেন ট্রাম্প!

অবশেষে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। শপথ নিয়েই তিনি জানান দেন আমেরিকা পা দিয়েছে স্বর্ণযুগে।

স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি) শপথ গ্রহণের দিনটিকে তিনি ‘মুক্তির দিন’ বলেও আখ্যা দেন।

শপথের পর ভাষণে ট্রাম্প বলেন, ‘আমেরিকার স্বর্ণযুগ এখনই শুরু হয়েছে’।

নিজের দ্বিতীয় মেয়াদে শপথ নেয়া এই প্রেসিডেন্ট জাতির উদ্দেশ্যে বলেন ‘এখন থেকে সামনের দিনগুলোয় আমাদের দেশ আরো সমৃদ্ধ আর সম্মানজনক অবস্থানে উঠে আসবে।’

আমেরিকাকে এগিয়ে রাখার লক্ষ্যে তিনি বলেন, ‘আমেরিকা ফার্স্ট।’

ভাষণে যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বে দিকে গুরুত্বারোপ করে ট্রাম্প বলেন ‘আমাদের সার্বভৌমত্ব পুনরুদ্ধার করা হবে, আমাদের নিরাপত্তা পুনরুদ্ধার করা হবে, পুনরায় ন্যায়বিচার ফিরিয়ে আনা হবে।’

শপথে ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি বেশ কিছু নির্বাহী আদেশ জারি করতে যাচ্ছেন। এরমধ্যে রয়েছে, আমেরিকার দক্ষিণ সীমান্তে, যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে জাতীয় জরুরি অবস্থা জারি।

মাদক চক্র বা কার্টেলগুলোকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করার কথাও জানান তিনি।

অপরাধীদের জায়গা যুক্তরাষ্ট্রে হবে না বলে হুঁশিয়ারি দিয়ে এই প্রেসিডেন্ট বলেন, ‘লাখ লাখ অপরাধী’ অবৈধভাবে যুক্তরাষ্ট্রে রয়েছে, তারা যেখান থেকে এসেছে, সেখানে ফেরত পাঠানো হবে।’

মেক্সিকো সীমান্তে আরো সৈনিক ও জনবল পাঠিয়ে রিমেইন ইন মেক্সিকো বা ‘মেক্সিকোতেই থাকো’ নীতি পুনরায় কার্যকরের কথা বলেন তিনি।

উল্লেখ্য, সোমবার দুপুর ১২টার দিকে ক্যাপিটল রোটুন্ডায় শপথ নেন ট্রাম্প। তাকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি জন রবার্টস। ট্রাম্পের সঙ্গে তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও শপথ নিয়েছেন।

ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে অংশ নিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চ্যান, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং তার প্রেমিকা লরেন সানচেজ।

ক্যাপিটল ভবনে অতিথিদের আসনে বিশ্বের শীর্ষ ধনী ও ট্রাম্পের ঘনিষ্ট মিত্র ইলন মাস্কও হাজির হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *