সাইফ আলি খানকে হাসপাতালে নিয়ে যাওয়া সেই অটোচালক পেল কত টাকা,জেনেনিন!

বুধবার রাত তখন আড়াইটা-তিনটে হবে। বান্দ্রা লিঙ্কিং রোডের গলি ধরে অটো চালিয়ে যাচ্ছিলেন ভজন সিং রানা। সাইফ আলি খান ও কারিনা কাপূর খানের বাসভবন সৎগুরু শরণ অ্যাপার্টমেন্টের কাছ দিয়ে যেতে যেতে হঠাৎ দেখেন, সামনে এক মহিলা। চিৎকার করছেন, ‘রিকশা! রিকশা’বলে।

ততক্ষণে বহুতল ভবনের ফটক থেকেও এক মহিলা কণ্ঠস্বর শুনতে পান অটোচালক। গেট পেরিয়ে একটু এগিয়েই যান অটোচালক ভজন। ডাকাডাকি শুনে গাড়ি ঘুরিয়ে নিয়ে বহুতলের দরজায় থামান।

আহত অবস্থায় এগিয়ে আসেন সাইফ। সাদা কুর্তা রক্তে ভেসে যাচ্ছে। নিজের পরিচয় দিয়েই উঠে পড়েন অটোতে। কাছের হাসপাতালে নিয়ে যাওয়ার অনুরোধ করেন ভজনকে। কথা রাখেন অটোচালক। যত দ্রুত সম্ভব তাকে নিয়ে পৌঁছান লীলাবতী হাসপাতালে।

সাইফকে হাসপাতালে পৌঁছে দেওয়ার পর তার থেকে ভাড়ার টাকাও নাকি নিতে পারেননি তিনি। তবে এবার তার সততা ও সাহসের পুরস্কার পেলেন ভজন সিং।

সাইফকে উদ্ধার করা সেই অটোচালককে ১১,০০০ টাকা দেওয়া হয়েছে এক সংস্থার তরফ থেকে। পরিস্থিতির গভীরতা বুঝে মাত্র মিনিট দুয়েকের মধ্যে সাইফকে হাসাপাতালে নিয়ে আসার জন্য এই সম্মানীটা পেয়েছেন তিনি।

পুরস্কার পাওয়ার পর ভজন বলেন, ‘ওই সময় আমার একমাত্র উদ্দেশ্য ছিল কত দ্রুত আমি সাইফ আলি খানকে নিয়ে হাসপাতালে যেতে পারব। সেই সময়ও তো বুঝতে পারিনি অত বড় তারকা আমার অটোতে বসেছে। তখন ভাড়া চাওয়ার কথাও মাথায় আসেনি। এমন পরিস্থিতিতে কাউকে সাহায্য করতে পারা পুরস্কারের সমান।’

এদিকে কয়েকদিনের চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন সাইফ আলি খান। হয়তো নবাবপুত্রের তরফ থেকেও সেই অটোচালকের জন্য কোনো পুরস্কার ঘোষণা আসতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *