দেশের আলোচিত ও সমালোচিত নারী উদ্যোক্তা রুবায়েত ফাতেমা তনি। যাকে ফেসবুকের লাইভে নানা অশ্লীল অঙ্গভঙ্গি এবং নোংরা বাক্যবানে মুখরিত হতে দেখা যায়। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদে যান তিনি। এরপর তার চেয়ে ২৮ বছরের বড় শাহাদাত হোসেনকে পটিয়ে বিয়ে করেন তনি।
তবে এই বিয়ের উদ্দেশ্য ছিল শাহাদাত হোসেনের সম্পত্তির মালিক হওয়া।
হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাহাদাত।
এর মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে তনি স্বামীর লাইফ সাপোর্ট খোলা অবস্থায় একটি ছবি ছড়িয়ে পড়েছে। যেখানে তনিকে তার স্বামীর পাশে দাঁড়ানো অবস্থায় দেখা যায়। কিন্তু সেই ছবিতে তনি ছিল ফুল মেকআপ আর ঠোঁটে লাল লিপস্টিকে সজ্জিত।
এদিকে কোমায় থাকা স্বামীর পাশে এরকম নেতিবাচক ছবি দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই লিখেছেন মিশন সাকসেসফুল।
অনেকেই বলছেন শাহাদাত হোসেনের বিপুল সম্পত্তির মালিক এবার হলেন তনি। কিন্তু এবিষয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। প্রতিক্রিয়ায় তিনি লিখেছেন, “মিশন সাকসেসফুল ” এই ছবি টা পোস্ট করে যারা এইসব লিখেছেন আমি জানতে চাই কি মিশন সাকসেসফুল! একটা প্রমাণ দেখাতে পারলে ফেসবুকে আর চেহারা দেখাবো না। হিংসুটে লোকদের কাজ হচ্ছে অন্যের পিছনে পরে থাকা।
Leave a Reply