বাউফলঃ পটুয়াখালী ছাত্রলীগ সভাপতির বাবা আটক, উদ্ধার আগ্নেয়াস্ত্র!

বাউফলের কনকদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তুহিনের বাবা খলিল মাস্টারকে (৫৭) আটক করা হয়েছে।

আজ বুধবার বিকেল সোয়া ৫টার দিকে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।

এসময় তার বসতঘর তল্লাশি করে একটি এয়ারগান সাদৃশ্য আগ্নেয়াস্ত্র, দুটি পাইপ ও দুইটি মাছ ধরার টেটা জব্দ করা হয়।

বাউফল থানার ওসি মো. কামাল হোসেন ও ওসি (তদন্ত) আতিকুর রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

তবে এ ব্যাপারে ওসি (তদন্ত) আতিকুর রহমান বিস্তারিত জানাতে অপরগতা প্রকাশ করে বলেন, এ বিষয়ে জেলা পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ সাংবাদিকদের বিস্তারিত জানাবেন।

স্থানীয় লোকজন জানান, আটককৃত খলিল মাস্টার খুব ভালো মানুষ। এলাকায় তার কোন বদনাম নেই। তার ছেলে তুহিন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হওয়ায় মূলত একটি পক্ষ তাকে হয়রানির উদ্দেশ্যে এ কাজটি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *