সাত ম্যাচের চেয়ে এক ম্যাচেই বেশি রান করলেন কোহলি!

টি-টোয়েন্টি বিশ্বকাপের পুরো আসরজুড়েই বিবর্ণ ছিলেন ভারতীয় ব্যাটার বিরাট কোহলি। শুরু থেকেই নিজেকে হারিয়ে খুঁজেছেন ভারতের সেরা এই ব্যাটার। টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারের আসরে আগের ৭ ম্যাচে মোট রান করেছেন মাত্র ৭৫। আজ এক ম্যাচেই করলেন ৭৬ রান। সব মিলিয়ে মোট ১৫১ রান নিয়ে এবারের আসর শেষ করছেন কোহলি।

বিশ্বকাপের ফাইনালে বার্বাডোজের কেনসিংটন স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৬ রানের দারুণ এক ইনিংস খেলেন বিরাট কোহলি। টুর্নামেন্টে তার মোট রান এখন ১৫১। এবারের বিশ্বকাপের শুরুর ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ৫ বলে বিরাট রান করেছিলেন মাত্র ১। পরের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষেও তিনি রান পাননি। ৩ বলে ৪ রান করেই আউট হয়েছিলেন। যুক্তরাষ্ট্রের বিপক্ষে গোল্ডেন ডাক মেরেছিলেন কোহলি। আফগানিস্তানের বিপক্ষে খুব একটা ভালো করতে পারেননি এই ব্যাটার। ২৪ বলে ২৪ রান করেই আউট হয়েছিলেন ভারতীয় ব্যাটার।

বাংলাদেশের বিপক্ষে নিজেকে কিছুটা মেলে ধরার চেষ্টা করেছিলেন বটে, তবে তাতেও খুব বেশি দূর যেতে পারেননি। ২৮ বলে ৩৭ করেছিলেন সেই ম্যাচে। অস্ট্রেলিয়ার বিপক্ষে রানের খাতা খোলার আগে সাজঘরে ফিরে গিয়েছিলেন কোহলি। ইংলিশদের বিপক্ষে ৯ বলে করেছিলেন মাত্র ৯ রান। সবশেষ ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫৯ বলে করেছেন ৭৬ রান। যা কিনা তার আগের ৭ ম্যাচের চেয়েও বেশি।

এবারের টুর্নামেন্টে বিরাট কোহলির ব্যাট থেকে এসেছে মোট ১৫১ রান। যা কি না টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে বিরাটের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। এর আগে ২০২১ সালের বিশ্বকাপে ৫ ম্যাচে মোট ৬৮ রান করেছিলেন কোহলি। সেটিই তার ক্যারিয়ারে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বনিম্ন রান।

২০১২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫ ম্যাচ খেলে বিরাট কোহলি মোট রান করেছিলেন ১৮৫। পরের আসরে ৬ ম্যাচেই করেছিলেন মোট ৩১৯ রান। ২০১৬ সালের বিশ্বকাপেও বেশ ছন্দে ছিলেন এই ব্যাটার। সেবার ৫ ম্যাচে রান করেছিলেন ২৭৩। এরপর ২০২১ সালের আসরে ৫ ম্যাচে করেছিলেন ৬৮ রান। গত বিশ্বকাপে ৬ ম্যাচে রান করেছিলেন ২৯৬।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *