২৮ জানুয়ারি থেকে সারাদেশে বন্ধ হচ্ছে ট্রেন?

রেল সেক্টরে চলছে অস্থিরতা। আগামী ২৭ জানুয়ারির মধ্যে রেল কর্মচারীদের পার্ট অব পে রানিং এলাউন্স প্রদান এবং নিয়োগে বৈষম্যমূলক শর্ত বাতিল না হলে ২৮ জানুয়ারি থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে রানিং স্টাফ ও কর্মচারীরা।

বুধবার এক সংবাদ সম্মেলনে আন্দোলনের নেতারা এই ঘোষণা দেন। তারা জানান, দীর্ঘদিন আন্দোলন চালিয়েও সমস্যার সমাধান হয়নি। পুরনো এবং নতুন কর্মচারীদের জন্য দুইটি শর্ত যুক্ত করে বেতন ও ভাতা কমিয়ে দেওয়া হয়েছে, যা নিয়ে তারা দীর্ঘদিন ধরে প্রতিবাদ জানিয়ে আসছেন।

আন্দোলনের নেতারা আরো বলেন, দাবিগুলো দ্রুত মেনে না নিলে তারা ২৮ জানুয়ারি থেকে রেল চলাচল বন্ধ করার কঠোর সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন। এই ঘোষণা রেল সেক্টরের বর্তমান অচলাবস্থা ও পরিবহন খাতের উপর বড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তথ্যসূত্রঃ https://youtu.be/PvVHPWijgDw?si=NA7SwUrM9iChRWF6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *