এনাম মেডিকেল কলেজ এন্ড হসপিটালের ডা. মুনাইম রেজা একজন রোগী দেখার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বলেন, আমাদের হাসপাতালে একজন রোগী আসে খুব খারাপ অবস্থা নিয়ে। তার মনে হচ্ছিলো তিনি আর বাঁচবেন না, মারা যাবেন। এই অবস্থায় রোগী হাসপাতালে আসার পর জরুরি ভিত্তিতে কিছু টেস্ট করা হয় তার।
টেস্টের রিপোর্টে দেখা যায় তার সবকিছুই স্বাভাবিক আছে এবং তিনিও ১৫-২০ মিনিট পরে স্বাভাবিক হয়ে গেছেন। এই সমস্যা নিয়ে এর আগেও উক্ত ব্যক্তি এসেছিলেন হাসপাতালে। হঠাৎ করে তার অনেক বেশি মৃত্যুর ভয় চলে আসে, মনে হয় তিনি আর বাঁচবেন না। কয়েকবার এমন হয়েছে যে, তিনি তার আত্মীয়স্বজনের কাছ থেকে ক্ষমা চেয়ে এসেছেন।
এই রোগীকে হাসপাতালের সাইক্রিয়াটিস্ট বিভাগে পাঠানো হয়, আমরা তার আগের ঘটনা গুলি নিয়ে একটা রোগ নির্ণয় করি, এটি হচ্ছে তার প্যানিক আ্যটাক। প্যানিক আ্যটাকের এটাই একমাত্র লক্ষণ নয়, আরো কিছু লক্ষণ আছে।
ডা. মুনাইম বলেন, এই সময়ে বুকে চাপ অনুভূত, শ্বাস নিতে সমস্যা, গলায় কিছু আটকে আছে এমন মনে হতে পারে৷ মাথা ঘুরা, বেশি গরম লাগা, শরীর ঝিমঝিম করা, অতিরিক্ত ঘাম হওয়াও এই রোগের লক্ষণ। এইসব লক্ষণের তীব্রতায় একটা সময় রোগীর মনে হতে পারে আমি হয়তো মারা যাচ্ছি।
মৃত্যুর অনুভূতি কিন্ত আমাদের সচারাচর হয় না, আর এটা যে কত ভয়ঙ্কর তা স্বাভাবিক অবস্থায় আমাদের অনুধাবন করা কঠিন। কিন্ত এই রোগীরা এত ভয় পেয়ে যায়, তাদের মনে হয় তারা মারা যাচ্ছে। এই ভয় তাদের সবসময়ই কাজ করে। এই ভয়ের কারণে তারা বিভিন্ন সময় হাসপাতালে যান কিন্ত পুরোপুরি সুস্থ হয় না পর্যাপ্ত চিকিৎসার অভাবে। কারো যদি এই সমস্যা হয়ে থাকে, তাহলে তার উচিত একজন সাইক্রিয়াটিস্টের পরামর্শ নেয়া।
প্যানিক আ্যটাক যদি ভালো না হয়, তাহলে এর মারাত্মক নেগেটিভ প্রভাব পরবে নিয়মিত জীবনে।
ডা. মুনাইম বলেন, আমি একটি উদাহরণ দিচ্ছি। কিছুদিন আগে একজন রোগী দেখি আমি, যিনি বড় একটি অফিসে কাজ করেন। এই রোগের কারণে তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন যে চাকরি ছেড়ে দিবেন। এই রোগের তীব্রতা এত বেশি ছিলো তার যে, তার অফিস বস তাকে কিছু বললেই প্যানিক আ্যটাক হতো। কাজের প্রেশারে থাকলে প্যানিক আ্যটাক হতো। যার ফলে তিনি অফিসের স্বাভাবিক কাজগুলোও করতে পারছিলেন না। পর্যাপ্ত চিকিৎসা নেয়ায় তিনি এখন বেশি ভালো আছেন ও অফিসে তার স্বাভাবিক কাজ করতে পারছেন।
প্যানিক আ্যটাকের ফলে অনেক সময় আমরা বুঝতে পারি না এটি একটি রোগ। আমরা ধরে নেই আমাদের হার্টে কোন সমস্যা বা শরীরে অন্য কোন সমস্যা। কিন্ত প্যানিক আ্যটাকের সাথে হার্টের সাথে কোন সম্পর্ক নেই। এটি পুরোপুরি একটি মানসিক সমস্যা এবং এই সমস্যার চিকিৎসা আছে। এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তাই কারো যদি এমন সমস্যা অনুভূতি হয়, তার উচিত একজন সাইক্রিয়াটিস্টের পরামর্শ নেয়া।
সূত্রঃ https://www.facebook.com/medivoicebd/videos/959854815647129/
Leave a Reply