সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগে সাইবার নিরাপত্তা আইনে মামলা করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাজধানীর শাহবাগ থানায় এ মামলা দায়ের করেন তিনি। আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন।
অভিযোগের বিবরণমামলার এজাহারে সারজিস আলম অভিযোগ করেছেন, ২২ জানুয়ারি সকালে তিনি ফেসবুকে লগ-ইন করে দেখতে পান, ‘ডিপার্টমেন্ট অব বাকশাল, ইউনিভার্সিটি অব ঢাকা’ এবং ‘ক্রিমিনালস ডিইউ’ নামের দুটি ফেসবুক পেজ থেকে তার অব্যবহৃত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে কেন্দ্র করে এডিট করা কিছু চ্যাটের স্ক্রিনশটসহ একটি পোস্ট আপলোড করা হয়েছে।
পোস্টটিতে মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলে বলা হয়, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক নাফিসা ইসলাম সাকাফির বিরুদ্ধে সাইবার বুলিংয়ের ষড়যন্ত্র করেছেন। অভিযোগে আরও বলা হয়, সারজিস তার এক ছোট ভাইকে নাফিসা ইসলাম সাকাফির বিরুদ্ধে সাইবার বুলিংয়ের নির্দেশ দিয়েছেন।
এছাড়া, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের পদ থেকে তার স্বেচ্ছায় সরে যাওয়ার ঘটনাকে মিথ্যাভাবে অর্থ আত্মসাতের অভিযোগে বহিষ্কারের প্রচারণা চালানো হয়েছে।
চরম মানহানির অভিযোগসারজিস আলম আরও উল্লেখ করেন যে, উল্লেখিত দুটি পেজ থেকে তার বিরুদ্ধে ক্রমাগত বিভ্রান্তিমূলক তথ্য, এডিট করা স্ক্রিনশট এবং কুরুচিপূর্ণ ছবি পোস্ট করা হচ্ছে। এসব অপপ্রচারের মাধ্যমে তার ব্যক্তিত্ব ও চরিত্রের অপূরণীয় ক্ষতি করা হয়েছে।
পুলিশের বক্তব্যশাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, “মামলাটি তদন্তাধীন রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত চলছে।”
সারজিস আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে মোবাইল ফোনে পাওয়া যায়নি বলে জানান ওসি।
উল্লেখ্য, সারজিস আলম জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় সমর্থক।
Leave a Reply