দাবি আদায়ের শপথ নিলেন প্রাথমিকের শিক্ষকরা!

জাতীয় শহিদ মিনারের সমাবেশ থেকে দাবি আদায়ে শপথ বাক্য পাঠ করেছেন এবং অধিকার আদায়ের প্রশ্নে কারো সঙ্গে আপস না করার ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বেতন স্কেলের দাবিতে সমাবেশ করছেন তারা।

আজ শুক্রবার সকাল ১০টায় জাতীয় শহিদ মিনারে তারা সমাবেশ শুরু করেন। এর আগে, সারা দেশ থেকে শিক্ষকরা এসে শহিদ মিনারে অবস্থান নেন।

শিক্ষকরা বলেন, ১৩ তম গ্রেডের মাধ্যমে শিক্ষকদের তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে মূল্যায়ন করা হয়েছে। এমন গ্রেডে থাকা মানেই শিক্ষকদের অমর্যদা করার সামিল।

শিক্ষকরাই দেশ গড়ার কারিগর উল্লেখ করে তারা বলেন, দ্রুত সময় দশম গ্রেড বাস্তবায়ন করতে হবে। বর্তমানে ১৩ তম গ্রেডের বেসিক বেতন ১১ হাজার টাকা।

দশম গ্রেডে তা দাঁড়াবে ১৬ হাজার টাকা।

এ সময় দুপুর ২টার মধ্যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কেউ না এলে আরও কর্মসূচিতে যাওয়ার আলটিমেটাম দেন শিক্ষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *