বৃহস্পতিবার(২৩ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে জুলাই-আগস্টে আহত ও শহীদ পরিবারের অধিকার আদায়ের জন্য সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে জুলাই বিপ্লবে আহত ও নিহতদের পরিবারের একাংশ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত এক আহত আন্দোলনকারী টিভি চ্যানেলের এক সাক্ষাৎকারে বেশ ক্ষোভ প্রকাশ করেন যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে তাকে জুলাই স্মৃতি ফাউন্ডেশন ও বন্যার ত্রানের টাকা নিয়ে প্রশ্ন তুলতে দেখা যায়।
তিনি বলেন, আজ আমরা অবস্থান নিয়েছি কারণ শহীদ পরিবারের জন্য যে টাকাগুলো বরাদ্দ ছিল সেগুলোর দাবি-দাওয়া নিয়ে এসেছি। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের যে শত শত কোটি টাকা রয়েছে। আমরা সম্প্রতি জানতে পারলাম সারজিস পদত্যাগ করলেন। কিন্তু এতদিন কেন উনি জানালেন না। এখন সরব উঠছে যে শতকোটি টাকা কি ফাউন্ডেশনে আদৌ আছে। ফাউন্ডেশনের টাকাগুলো আন্দোলনে আহত-নিহতদের জন্যই তো। আহতদের চিকিৎসার অবস্থা কি, নিহতের পরিবার কেমন আছে এ দাবিগুলো কার কাছে করবো।
তিনি আরো বলেন, সাধারণ মানুষ জানে, এদেশে স্মরণকালের ভয়াবহ বন্যা হয়েছিল৷ টিএসসিতে হাজার হাজার মানুষ অনুদান দেয়, খাবার দেয় ভুক্তভোগীদের জন্য। সে টাকাগুলো এখন কোথায়? আপনারা জানেন ১২ কোটির মত টাকা সেখানে উঠেছিল। টাকাগুলো কই গেলো। ভিক্ষুরাও তাদের ভিক্ষার টাকা দেন। তাহলে যাদের হাতে ভিক্ষার টাকাও সুরক্ষিত না তাদের হাতে ফাউন্ডেশনের শত শত কোটি টাকা শহীদ পরিবারকে দিবে। যারা বন্যা দুর্গস্ত মানুষদের সেই টাকা বিতরণ করতে পারে নাই। টাকা নিয়ে প্রশ্ন উঠাতে উনারা বলেছেন মাননীয় প্রধান উপদেষ্টার একাউন্টে রাখাে জন্য মানুষ এই টাকা দিয়েছে?
তিনি আরো বলেন, সমন্বয়করা যদি ডাকে আর কোনো মানুষ পাবে না। তারা আমাদের সাথে ভয়ঙ্কর রকমের প্রতারণা করেছে। তাদের কথা শুনে আমরা যে রাস্তায় নেমেছিলাম সেটা দ্বিতীয় বার আর কোনো ভাবে সম্ভব না।
ভিডিও লিংক: https://youtu.be/WWEgjbHttfQ?si=7n5glYhOd76ZKhHT
Leave a Reply