ট্রাম্প প্রশাসনে ভারতের উইকেট পতন শুরু!

ট্রাম্প প্রশাসনে ভারতীয় বংশোদ্ভূত ভিবেক রামা সোয়ামির পদত্যাগ নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। নবগঠিত সরকারি দক্ষতা বিষয়ক মন্ত্রণালয়ে ইলন মাস্কের সঙ্গে যৌথ দায়িত্বে থাকা ভিবেক রামা সোয়ামি পদত্যাগ করেছেন ট্রাম্পের শপথ গ্রহণের একদিন পরেই। এ পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে ও গণমাধ্যমে শুরু হয়েছে নানা গুঞ্জন।

ভিবেক রামা সোয়ামি, যিনি ট্রাম্পের ঘনিষ্ঠ আস্থাভাজন হিসেবে মন্ত্রীসভায় যুক্ত হয়েছিলেন। তবে ইলন মাস্কের সঙ্গে কাজ করার ক্ষেত্রে কিছু অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং মতবিরোধের কারণেই তিনি পদত্যাগ করেছেন বলে অনেকেই ধারণা করছেন।

বিশ্লেষকদের মতে, ভিবেক রামা সোয়ামির পদত্যাগের পেছনে আমেরিকায় বসবাসরত ভারতীয় অভিবাসীদের অধিকারের পক্ষে তার দৃঢ় অবস্থান অন্যতম কারণ। বিশেষত, ট্রাম্প প্রশাসনের একটি নির্বাহী আদেশের বিরোধিতা করেন তিনি। যেখানে অভিবাসী শিশুদের জন্মসূত্রে নাগরিকত্ব লাভের অধিকার বন্ধ করার কথা বলা হয়েছিল। ভিবেক এ আদেশের বিরোধিতা করলেও পরে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন।

গুজব রয়েছে, ইলন মাস্কের চাপের মুখেই ভিবেক রামা সোয়ামি মন্ত্রীসভা ছাড়তে বাধ্য হয়েছেন। যদিও এ বিষয়ে ভিবেক নিজে কোনো মন্তব্য করেননি। তবে, তার পদত্যাগ ট্রাম্প প্রশাসনের ভারতীয় বংশোদ্ভূত সদস্যদের সংখ্যা আরও কমিয়ে দিল।

The Economic Times সূত্রে জানা যায়, ভিবেক রামা সোয়ামি প্রশাসনিক দায়িত্ব পালনে দক্ষ হলেও ট্রাম্পের কিছু নীতির সঙ্গে তার মতপার্থক্য ছিল। এসব কারণেই তার পদত্যাগের ঘটনা ঘটেছে।

সূত্র: https://www.youtube.com/watch?v=gOlm4K2rpWo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *