জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশের রাজনীতি ও প্রশাসনে চলছে নানা আলোচনা। নির্বাচন আয়োজনের প্রস্তুতি, ভোটার তালিকা হালনাগাদ এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশন নানা পদক্ষেপ গ্রহণ করছে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচন ২০২৫ সালের ডিসেম্বর অথবা ২০২৬ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে। এ প্রসঙ্গে বৃহস্পতিবার পটুয়াখালী জেলা নির্বাচন অফিসে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বিস্তারিত তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে ইসি মাছউদ বলেন, কোনোভাবেই প্রভাবিত হওয়ার সুযোগ নেই। নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হবে।
ইসি মাছউদ আরও বলেন, বর্তমানে স্থানীয় নির্বাচনের চেয়ে জাতীয় নির্বাচনকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। সারা দেশে ৩৫ হাজার তথ্য সংগ্রহকারী ভোটার তালিকা হালনাগাদে কাজ করছেন। তবে এই কাজে তাদের আরও দায়িত্বশীল হতে হবে। অনেক ক্ষেত্রে ভোটার তালিকায় ভুল দেখা যাচ্ছে, যা মানুষকে সেবা নিতে সমস্যায় ফেলছে। এ বিষয়ে সবার সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, আমরা জাতিকে প্রভাবমুক্ত, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও সুন্দর একটি নির্বাচন উপহার দিতে চাই। কোনোভাবেই প্রভাবিত হওয়ার সুযোগ থাকবে না।
ভিডিও লিংক: https://youtu.be/ZCXAJWXFsAY?si=f8KwhvQ5KVsuPoR0
Leave a Reply