জুলাই আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলির চাঞ্চল্যকর প্রমাণ প্রকাশ্যে!

গত বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় র‍্যাবের হেলিকপ্টার থেকে গুলি চালানোর প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম।

আজ রোববার (২৬ জানুয়ারি) দুপুরে ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

প্রধান প্রসিকিউটর জানান, এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় র‍্যাবের সাবেক মহাপরিচালক হারুন অর রশীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। এ পর্যন্ত মোট ৯৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এর মধ্যে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগ নেতা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।

এদিকে ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আশুলিয়ায় ছয়জনের মরদেহ পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় দুই সাবেক পুলিশ কর্মকর্তা, সাবেক এসআই আবদুল মালেক এবং কনস্টেবল মুকুল চোকদারকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। গুলি করে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

এর আগে একই মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম এবং চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল।

সূত্রঃ https://youtu.be/Hnths9q-z84?si=DuvmFVEL2oZvrSV8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *