দাড়ি টুপি দেখলে এরা আর ভিতরের পশুকে আটকাতে পারে না: মেহেদি হাসান

জাতীয়করণের দাবিতে প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে রওনা দেওয়ার ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা প্রেসক্লাব থেকে টিএসসি হয়ে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে পৌঁছালে বাধার মুখে পড়ে।

পুলিশ বাধা দিতে শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং ধস্তাধস্তির পর পুলিশ জল কামান ব্যবহার করে শিক্ষকদের ছত্রভঙ্গ করতে চায়।

এমন পরিস্থিতিতে আন্দোলনকারীরা দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকেন। পুলিশের লাঠিচার্জের ফলে বেশ কয়েকজন শিক্ষক আহত হন।

যার চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে। এ নিয়ে একেকজন একেক রকম মন্তব্য করেছেন। মন্তব্যের কাতারে রয়েছেন ঢাকা পপুলার মেডিকেল কলেজ এবং হাসপাতালের ইনচার্জ চিকিৎসক মেহেদী হাসান।

তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করে সেখানে লিখেছেন, ‘সেই পুলিশ!! দাড়ি টুপি দেখলে এরা আর ভেতরের পশুকে আটকে রাখতে পারেনা।’

তার আলোচিত এই পোস্ট কিছুক্ষণের মধ্যেই বেশ সাড়া ফেলে।

নানান রকমের মন্তব্য শুরু হয় সেখানে। একজন কমেন্ট লিখেছেন, ‘এই অমানবিক কাজের তীব্র নিন্দা জানাচ্ছি।’

আবার নেতিবাচক মন্তব্য করেছেন অনেকে। একজন লিখেছেন, ‘এই শিক্ষকরা সব কোটায় নিয়োগ পেয়েছিল। এরা ছিল স্বৈরাচারের দোসর ভোটের সময় এরা সবাই চুপ করে ছিল। এই ১৭ বছর এদের কোন দাবি বা ইচ্ছা পোষণ করে নি একটি আন্দোলন করার।’

মন্তব্যের ঘরে আরেকজন লিখেছেন, ‘এগুলা হচ্ছে হাসিনার পুলিশ, এরা হাসিনার হয়ে জনগণের উপর প্রতিশোধ নিচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *