ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে সাত কলেজের শিক্ষার্থীদের আবারও রাত ১১ঃ৪৫ মিনিটে নীলক্ষেত এলাকায় ধাওয়া পালটা ধাওয়া শুরু হয়েছে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সাত কলেজের শিক্ষার্থীদের ছাত্রলীগ বলে সম্বোধন করে স্লোগান দিচ্ছেন।
সরজমিনে দেখা যায়, ১১:৪০ মিনিট পর্যন্ত সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় তরুণ গেটে অবস্থান করছেন। এ সময় বিভিন্ন হল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী সাত কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দেয়।
পরে তারা সরে গিয়ে নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে রাত পৌনে বারোটায় আবার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হামলা চালানোর চেষ্টা করে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আবারো এগিয়ে গেলে দু পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
এদিকে, পুলিশ দুই পক্ষকে শান্ত রাখার চেষ্টা করছে। তবে দুই পক্ষের ইট পাটকেল নিক্ষেপ থেমে নেই।
Leave a Reply