ট্রাম্পের “আমেরিকা ফার্স্ট” জালে বাংলাদেশ!

বিশ্বের বৃহত্তম অর্থদাতা দেশ যুক্তরাষ্ট্র। আর তাঁরাই এবার সিদ্ধান্ত নিয়েছে, অন্য দেশগুলোকে আর্থিক সহায়তা বন্ধ করার। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্ট স্থলাভিষিক্ত হওয়ার পর থেকে যে সব সিদ্ধান্ত নিয়েছেন তার মধ্যে এটি অন্যতম। যার কারণে বাংলাদেশ পড়ে যাচ্ছে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট জালে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাবে না কোন অর্থ সহায়তা ও।

ট্রাম্প শপথ গ্রহণের পর অনেকগুলো নির্বাহী আদেশ দেন তার প্রশাসনকে৷ যার মধ্যে আমেরিকা ফার্স্ট এই নীতিকে সামনে রেখে সকল বৈদেশিক সহায়তা কর্মসূচি স্থগিত করার নির্দেশ দিয়েছেন তিনি। শুধু মিশর ও ইসরায়েলের সামরিক অর্থায়ন ও জরুরি খাদ্য সহায়তা থাকবে এই সিদ্ধান্তের বাইরে। যদিও আপাতত তিন মাসের জন্য এই সিদ্ধান্ত অব্যাহত থাকবে। আর তাতে প্রভাব পড়তে যাচ্ছে বাংলাদেশে চলমান শতাধিক প্রকল্পের কাজে ।

এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, এই নীতিতে বাংলাদেশে খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য, সুশাসন, শিক্ষা ও পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন খাত পড়তে যাচ্ছে ক্ষতির মুখে। বিপদে পড়তে যাচ্ছেন চলমান সংশ্লিষ্ট প্রকল্পগুলোতে কর্মরত কর্মীরাও। তবে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের জন্য খাদ্য ও পুষ্টি কার্যক্রম থাকবে অব্যাহত ।

জানা যায়, বাংলাদেশসহ বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের সহায়তার মুষ্টিমেয় অংশ পৌঁছায় ইউএসএইড এর সাহায্যে। তবে একটি পরিসংখ্যান ঘেঁটে দেখা যায়, ২০১৭ সাল থেকেই রোহিঙ্গা সঙ্কট নিরসনে ২.৫ বিলিয়ন ডলার পরিমাণ মানবিক সহায়তা দেয় যুক্তরাষ্ট্র।

তা ছাড়া গত ৫০ বছরে বাংলাদেশের জনস্বাস্থ্য, শিক্ষা, জ্বালানি পরিবেশ, খাদ্য নিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা সহ অন্যান্য খাতে আট বিলিয়ন ডলারের বেশি সহায়তা দেয় যুক্তরাষ্ট্র। যার পরিমাণ শেষ চার বছর ছিল ২.১ বিলিয়ন ডলার।

তবে এই অর্থায়ন স্থগিত হওয়ার কারণে শুধু ইউএস সংশ্লিষ্ট প্রকল্পগুলি নয়, যার প্রভাব পড়বে অনেক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানেও। যার মধ্যে ইউনিসেফ, সেভ দ্য চিলড্রেন, ইউএনডিপি, আইসিডিডিআরবির মতো প্রতিষ্ঠানগুলো। এসব প্রতিষ্ঠানের অনেক সেবা ব্যাহত হতে পারে, যদি যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা না পায় ।

যদিও ইউরোপের কিছু দেশ বিশেষ করে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো তাদের অর্থনীতির আকারের আনুপাতিক হিসেবে যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক বেশি আর্থিক সহায়তা দেয়। তবে শুধু ২০২৩ সালে বহির্বিশ্বে ৬৪ বিলিয়ন ডলারেরও বেশি বৈদেশিক সাহায্য দিয়েছে যুক্তরাষ্ট্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *