সরকারের পদত্যাগ দাবিতে আ. লীগের লিফলেট বিতরণ করছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তা!

চাকরিবিধি লঙ্ঘন করে অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করেছেন মুকিব মিয়া নামে শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে লিফলেট বিতরণ করেন তিনি। মুকিব মিয়া নিজের ফেসবুক অ্যাকাউন্টে সেই ছবি এবং এ সংক্রান্ত গণমাধ্যমে প্রকাশিত সংবাদও শেয়ার করেছেন।

জানা গেছে, মুকিব মিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। তিনি সম্প্রতি নিষিদ্ধ হওয়া বাংলাদেশ ছাত্রলীগের সোহাগ-নাজমুল কমিটির গণশিক্ষাবিষয়ক সম্পাদক ছিলেন। বিসিএস শিক্ষা ক্যাডারের ৩১তম ব্যাচের কর্মকর্তা মুকিব বর্তমানে লালমনিরহাটের পাটগ্রামের সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় এক পোস্টে মুকিব লেখেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থক, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, জাতীয় শ্রমিক লীগ, যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের কারো যদি লিফলেট লাগে আমি সরবরাহ করবো। শেখ হাসিনা আসবেই, বাংলাদেশ জাগবেই, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। ঠিকানা এবং মোবাইল নম্বর ফেসবুক মেসেঞ্জারে দিন।’

আরও পড়ুন: আওয়ামী লীগের ঝটিকা মিছিল, প্রতিবাদ ছাত্র-যুব ও স্বেচ্ছাসেবক দলের

সরকারি চাকরিজীবীদের সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনা করার সুযোগ না থাকলেও ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কড়া সমালোচনা করে মুকিব মিয়া নিয়মিত ফেসবুকে লেখালেখি করেন।

এসব লেখাকে ২০১৮ সালের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার ৩(খ) ধারা অনুযায়ী আচরণ লঙ্ঘন উল্লেখ করে গত ২০ জানুয়ারি তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

কেন তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে না, তা ১০ দিনের মধ্যে জানাতে নোটিশও দেয়া হয়। আত্মপক্ষ সমর্থনে তিনি ব্যক্তিগত শুনানিতে ইচ্ছুক কি না, তাও জানতে চাওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *