কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ছেন সাকিব, থাকছেন কারা!

প্রায় ১৭ বছর পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে যাচ্ছেন সাকিব আল হাসান। রাজনৈতিক কারণে এখন দেশ এবং ক্রিকেট থেকে নির্বাসনে রয়েছেন তিনি। টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া সাকিবের অদূর ভবিষ্যতে জাতীয় দলে ফেরার সম্ভাবনাও ক্ষীণ। আর তাই নতুন চুক্তিতে তার না থাকার সম্ভাবনা প্রবল।

২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তির জন্য খসড়া তৈরি করেছেন নির্বাচকরা। সেখানে তিন ফরম্যাটের চুক্তির জন্য রাখা হয়েছে ৫ ক্রিকেটারকে। নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদের সঙ্গে আছেন জাকের আলী অনিক। আর টেস্ট ও ওয়ানডের চুক্তিতে থাকছেন মুশফিকুর রহিম ও নাহিদ রানা।

শুধু টেস্টের কেন্দ্রীয় চুক্তিতে থাকতে পারেন মুমিনুল হক, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম ও খালেদ আহমেদ।

আর সাদা বলের দুই ফরম্যাট ওয়ানডে ও টি-টোয়েন্টির চুক্তি পেতে যাচ্ছেন সৌম্য সরকার, শরিফুল ইসলাম, তাওহীদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিব।

অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ পেতে পারেন শুধু ওয়ানডের কেন্দ্রীয় চুক্তি, কারণ অন্য দুই ফরম্যাট থেকে ইতোমধ্যে অবসর নিয়েছেন তিনি। অবশ্য চ্যাম্পিয়নস ট্রফির পর ওয়ানডেতে মাহমুদউল্লাহর খেলা চালিয়ে যাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। সেক্ষেত্রে খেলা চালিয়ে যাওয়ার ব্যাপারে নিশ্চয়তা পেলেই কেবল নতুন চুক্তিতে নাম থাকবে তার।

জাতীয় দলে সাম্প্রতিক সময়ে তিন ফরম্যাটে খেললেও কেন্দ্রীয় চুক্তির টেস্ট ও টি টোয়েন্টি ক্যাটাগরিতে থাকছেন হাসান মাহমুদ। টি টোয়েন্টির চুক্তিতেও আসছে বদল। গতবারের চুক্তিতে থাকলেও এবার বাদ পড়ছেন নুরুল হাসান সোহান ও নাসুম আহমেদ। থাকছেন শেখ মেহেদী। তার সঙ্গে যুক্ত হচ্ছেন লেগস্পিনার রিশাদ হোসেন।

এদিকে বর্তমানে চালু থাকা কেন্দ্রীয় চুক্তির ক্যাটাগরিগুলোর সঙ্গে এবার একটি বিশেষ ক্যটাগরি যুক্ত করতে চান নির্বাচকরা। যারা জাতীয় দলের ভিন্ন ভিন্ন ফরম্যাটে খেলছেন অথচ জায়গা পাকা নয় তাদের জন্য এই ক্যাটাগরি। এই ক্রিকেটাররা কেন্দ্রীয় চুক্তির চেয়ে কম আর জাতীয় চুক্তির চেয়ে বেশি বেতন পাবেন। এই ক্যাটাগরির জন্য প্রস্তাব করা হয়েছে নাইম হাসান, জাকির হাসান, পারভেজ ইমন, মামুদুল হাসান জয়, শামীম পাটোয়ারি ও নাসুম আহমেদের নাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *